পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রকীর্ণকবর্গ।
৯৭

বুদ্ধশিষ্য দিবানিশি যিনি অনুক্ষণ
ধর্ম্মগত স্মৃতি ল’য়ে করেন যাপন,
প্রবুদ্ধ প্রকৃষ্টরূপে এ ভবে সেজন॥৮॥
বুদ্ধশিষ্য দিবানিশি যিনি অনুক্ষণ
সঙ্ঘারাম-স্মৃতি লয়ে করেন চিন্তন,
প্রকৃত জাগ্রত ভবে হয় সেইজন॥৯॥
যে সব গৌতমশিষ্য ভবে সর্ব্বক্ষণ
কায়গত স্মৃতি লয়ে করেন চিন্তন
এ ভবে জাগ্রত সত্য হয় সেই জন॥১০॥
গৌতমের যেই শিষ্য দিবসে নিশায়
সম্যক্ নিরত র’ন সদা অহিংসায়,
জাগ্রত বলিয়া সত্য জানিবে তাহায়॥১১॥৩০০॥
যেই বুদ্ধশিষ্য সদা ভাবনায় রত
ধ্যানপরায়ণ শিষ্য সেই ত জাগ্রত॥১২॥
অপূত প্রব্রজ্যা হয় নিরানন্দ ময়
মনঃকষ্টে গৃহে বাস দুঃখের বিষয়।