পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃষ্ণাবর্গ।
১১৩

পণ্ডিতেরা এই জাল করিয়া ছেদন
করেন ত্যজিয়া দুঃখ, বৈরাগ্য গ্রহণ॥১৪॥
সম্মুখে পশ্চাতে কিম্বা মধ্যভাগে আর
ত্যাগ কর যাহা কিছু আছয়ে তোমার;
যা’ কিছু আসক্তি আছে করিয়া বর্জ্জন,
সংসারের পরপারে করহ গমন;
সর্ব্বভাবে মুক্তচিত্ত হইলে এ ভবে
জন্ম জরা আর তব লভিতে না হবে॥১৫॥
সন্দেহ দোলায় যা’র আন্দোলিত মন,
তীব্র অনুরাগে সদা আক্রান্ত যেজন
সুখের সন্ধানে চিত্ত ব্যন্ত যা’র রয়,
তৃষ্ণা তা’র অতিশয় বৃদ্ধি প্রাপ্ত হয়;
সুদৃঢ় করয়ে সেই নিজের বন্ধন
সাধ্য নাই সে বন্ধন করিবে খণ্ডন॥১৬॥
সন্দেহের নিবারণে নিরত যেজন
সর্ব্বদা আসক্তি সব করি বিসর্জ্জন—