পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নিরয়বর্গ।
৯৯

সতত আত্মাকে তিনি করিয়া দমন
তৃষ্ণান্তে[১] পরম প্রীতি করেন অর্জ্জন॥১৬॥



দ্বাবিংশতিতম সর্গ―নিরয় বর্গ।

 অসত্যবাদীর গতি নরকেতে হয়;
কোন কার্য্য করি যেই পাইয়া সময়,
“করি নাই” বলি শেষে করয়ে প্রচার
নরকের হাতে তা’র নাহিক নিস্তার;
হীনকর্ম্মা এই দুই নর দুরাশয়
পরজন্মে সমগতি পাইবে নিশ্চয়॥১॥৩০৬॥
অসংযত পাপকর্ম্মা নর দুরাচার
পরিলে কাষায় বস্ত্র না পায় নিস্তার;
পাপকর্ম্ম তরে হায়! নিশ্চয় সেজন
করিবে সময়ে শেষে নরকে গমন॥২॥


  1. মূলে “বনান্তে” কথা আছে; সেস্থলে বন বলিতে ইন্দ্রিয় লালসাই বুঝা যায়। ২০শ সর্গের ১১ শ্লোক দ্রষ্টব্য।