পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৮
ধম্মপদ।

বিষময়ী বুদ্ধিশীলা তৃষ্ণা একবার
অভিভূত করে ভবে মানস যাহার,
দুঃখ তা’র ক্রমে ক্রমে বৃদ্ধি প্রাপ্ত হয়,
মেঘের বর্ষণে যথা তৃণের উদয়॥২॥
দুর্দ্ধর্ষা বর্দ্ধনশীলা তৃষ্ণাকে যেজন
অভিভূত করিবারে পারেন কখন,
পদ্ম-পত্র হ’তে ভ্রষ্ট বারি বিন্দুপ্রায়
তাহার সকল দুঃখ দূরেতে পলায়॥৩॥
তাই বলি সমাগত মানব সকল
তোমাদের সকলের হউক মঙ্গল
উষীরার্থ তৃণমূল খনহ যেমন
সমূলে নির্ম্মূল কর তৃষ্ণায় তেমন;[১]


  1. উষীর = বীরণ বা বেণার মূল। তোমরা উষীরার্থী হইলে যেরূপ বেণার মূল উৎপাটিত করিয়া থাক, সেইরূপ যদি দুঃখ দূর করিতে চাও, তাহা হইলে তৃষ্ণার মূল উৎপাটিত কর।