পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৬
ধম্মপদ।

তৃণদোষে ক্ষেত্র হয় যেমন নিষ্ফল,[১]
অনুরাগে নষ্ট হয় মানব সকল;
অনাসক্ত জনে তাই কর যদি দান
সে দানেতে মহাফল করিবে প্রদান॥২৩॥
তৃণের বাহুল্যে ক্ষেত্র যেমন নিষ্ফল,
বিদ্বেষের ফলে নষ্ট মানব সকল;
বিদ্বেষ বিহীনে তাই কর যদি দান,
সে দানে নিশ্চয় করে সুফল প্রদান॥২৪॥
তৃণদোষে ক্ষেত্র হয় যেমন নিষ্ফল,
মোহবশে নষ্ট হয় মানব সকল,
মোহহীন নরে তাই কর যদি দান,
সে দানেতে মহাফল করিবে প্রদান॥২৫॥
তৃণের বাহুল্যে ক্ষেত্র যেমন নিষ্ফল
আসক্তিতে নষ্ট হয় মানব সকল।[২]


  1. তৃণদোষে = তৃণ-বাহুল্যে।
  2. মূলে “ইচ্ছা দোষে” কথা আছে; সে স্থলে ইচ্ছা শব্দের