পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ব্রাহ্মণবর্গ।
১৩৭

ধরায় হবে না যা’র জনম আবার;
সর্ব্ব কর্ম্ম সম্পাদিত হ’য়েছে যাহার,
অভিজ্ঞ, বিষয়-জ্ঞান-সম্পন্ন যেজন,
তাহাকে সাদরে আমি বলিব ব্রাহ্মণ॥৪১॥৪২৩॥[১]

সম্পূর্ণ।


  1. চীনদেশীয় ধম্মপদে ইহার পরে (১) নির্ব্বাণ, (২) জন্ম মৃত্যু (৩) ধর্ম্মের লাভ ও (৪) মহামঙ্গল নামক আরও চারিটি অধ্যায় সন্নিবিষ্ট আছে।