পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সুহস্রবর্গ।
৩৭

পর-জয় হ’তে শ্রেষ্ঠ আত্মজয় সার;
আত্মজয়ী যে জনের সংযত আচার,
দেবতা গন্ধর্ব্ব কিম্বা প্রজাপতি, মার,
নির্জিত করিতে তা’রে সাধ্য আছে কা’র?(৫-৬)
সহস্র পদার্থ দ্বারা শতেক বৎসর
মাসে মাসে যজ্ঞ যদি করে কোন নর,
আবার সেজন যদি মূহূর্ত্তের তরে
স্থিরবুদ্ধি[১] ধর্ম্মরত জনে পূজা করে,—
শতবর্ষ ব্যাপী যজ্ঞ হইতে তখন,
শ্রেষ্ঠ বলি’ জানিবেক সাধুর পূুজন॥ ৭॥
শতেক বৎসর যদি বনে কোন জন
অগ্নিদেব পরিচর্য্যা করে অনুক্ষণ,


  1. মূলে “ভাবিতাত্মা” কথা আছে উহার অর্থ—যিনি আত্মজ্ঞানতৎপর বা স্থিরপ্রজ্ঞ।