পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪০
ধম্মপদ।

তদপেক্ষা দিনেকের শ্রেয়ঃ সে জীবন,—
যে জন নির্ব্বাণপদ করেন দর্শন॥১৫॥
না ধরিয়া সার ধর্ম্ম অবোধ যে নর
বিফলে বাঁচিয়া রয় শতেক বৎসর,
তদপেক্ষা দিনেকের শ্রেষ্ঠ সে জীবন—
সুধর্ম্ম মানিয়া চলে ভবে যেই জন॥১৬॥



নবম সর্গ―পাপবর্গ।

পুণ্যলাভ তরে শীঘ্র হও ধাবমান;
পাপ হ’তে বিনিবৃত্ত কর নিজ মন;
পুণ্যকাজ করে যেই আলস্য সহিত
তাহার মানস রহে পাপে নিমজ্জিত॥ ১॥ ১১৬॥
যে জন কলুষক্রিয়া করে কদাচন
সে যেন তা’ পুনঃ পুনঃ না করে কখন;
তাহাতে আসক্তি যেন প্রকাশ না করে,
দুষ্কৃতি সঞ্চিত হ’লে দুঃখ বৃদ্ধি করে॥ ২॥