পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৬
ধম্মপদ।

বিচার করিয়া কার্য্য সাধন যে করে,
উভয় লোকেতে লোকে মুনি বলে তা'রে॥১৩—১৪॥
জীব হিংসা করি লোকে “আর্য্য” নাহি হয়,
সর্ব্বজীবে অহিংসায় আর্য্য নাম পায়॥১৫॥[১](২৭০)
সুশীলতা, ব্রতাচার, শাস্ত্র অধ্যয়নে
সমাধির লাভে কিম্বা একাকী শয়নে
পবিত্র নৈষ্ক্রম্য সুখ[২] না পায় কখন—
আস্বাদ না পায় যা'র মূর্খ কদাচন॥


  1. এস্থলে ভিক্ষু, মুনি ও আর্য্য প্রভৃতি শব্দের যে সকল অদ্ভুত অর্থ প্রদত্ত হইয়াছে, তাহার সহিত ঐ সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থের বিশেষ কোন সম্বন্ধ নাই। ভিক্ষু শব্দে প্রকৃত পক্ষে যে বৗদ্ধ শ্রমণ গৃহ সংসার ত্যাগ করিয়া সম্পূর্ণরূপে ভিক্ষার উপরই জীবিকার জন্য নির্ভর করেন, তাহাকেই বুঝায়। জ্ঞানী ব্যক্তিই মুনি; শাক্যমুনি শব্দের মধ্যে মুনি শব্দ এই অর্থেই প্রযুক্ত হইয়াছে। “আর্য্য” শব্দের অর্থ “সন্মানার্হ”; সুতরাং যিনি ধর্ম্ম জীবন গ্রহণ করেন তিনিই আর্য্য। [See “Sacred Books of the East” Vol. X p. 65.]
  2. পরিত্রাণজনিত সুখ।