পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯২
ধম্মপদ।

শারদ-কুমুদ সম আত্ম-অনুরাগ
স্বহস্তে ছেদন করি ফেলহ সত্বর;
উন্মুক্ত নির্ব্বাণপথ বুদ্ধের কৃপায়
সেই দিব্য শান্তিমার্গে হও অগ্রসর॥১৩॥
ইহলোকে বর্ষাকালে থাকিব জীবিত
হেমন্তে বা গ্রীষ্মে দিন হইবে যাপিত―
মুর্খগণ এ চিন্তার সদা ব্যস্ত রয়
বুঝেনা আছয়ে তায় কত অন্তরায়॥১৪॥
পুত্র ধন জনে[১] মতি ব্যাসক্ত যাহার
শমনের হাতে তা'র নাহিক নিস্তার;


  1. মূলে “পুত্র ও পশুতে আসক্ত”—এইরূপ আছে। সে স্থলে পুত্র শব্দ দ্বারা পুত্র কন্যা আত্মীয় স্বজন এবং “পশু” শব্দে ধন সম্পত্তি বুঝাইতেছে। অতি প্রাচীনকালে পশুই মানুষের অর্থ ছিল; তখন মুদ্রার প্রচলন ছিল না। পরস্পরের প্রয়োজনানুসারে যে সকল দ্রব্যের বিনিময় হইত, পশু দ্বারাই তাহাদের মূল্য নির্দ্ধারিত হইত। এইরূপে পশু হইতে pecus ও pecuniary শব্দের উৎপত্তি হইয়াছে। বর্ত্তমান শ্লোকে সম্ভবতঃ “পশু” শব্দ এইরূপেই “সম্পদ” অর্থে ব্যবহৃত হইয়াছে।