পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৪
ধম্মপদ।

সতত সতর্ক যাঁ’রা থাকেন ধরায়
যাঁহাদের দিবানিশি শিক্ষালাভে যায়,
নির্ব্বাণ লাভের তরে যাঁ’দের প্রয়াস
তাঁ’দের সকল দোষ পাইবে বিনাশ॥৬॥
মৌনী, অল্পভাষী কিম্বা বহুভাষী জনে
নিন্দা করে সমভাবে লোকে সর্ব্বক্ষণে,
অনন্দিত কোন লোক নাহিক ধরায়—
অতুল[১] এ পূরা বাক্য অদ্যকার নয়॥৭॥
একান্ত নিন্দিত কিম্বা একান্ত বন্দিত
ছিল না, হবে না কেহ, নাহি অবস্থিত॥৮॥
বিজ্ঞ যদি প্রতিদিন বিচার করিয়া,
নিম্পাপ, মেধাবী, প্রাজ্ঞ সজ্জন বলিয়া—


  1. কেহ কেহ বলেন “অতুল” বুদ্ধের জনৈক শিষ্যের নাম; বুদ্ধ তাহাকে সম্বোধন করিয়াই এইশ্লোক বলিতেছেন। বস্তুতঃ এখানে “অতুল” শব্দ “অনুপম”—অর্থে ব্যবহৃত হইয়াছে। See Max Muller's Dhammapada, Sacred Books of the East Vol. X.