পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২
ধম্মপদ।

শূন্যরূপ অনিমিত্ত পরম নির্ব্বাণ[১]
হ'য়েছে গোচরীভূত যার বিলক্ষণ,
দুঃসাধ্য নির্ণয় করা গতিবিধি তাঁ'র―
শূন্যমার্গে বিহগের গতি যে প্রকার॥৩॥


    ভিক্ষা দ্বারা মিলিবে তাহাতেই উদর পূর্ত্তি করা তাহার কর্ত্তব্য দ্বিতীয়তঃ বাহ্য আহার অর্থাৎ অন্নাদি ভোজন অপবিত্র বলিয়া বুঝিতে হইবে। তৃতীয়তঃ আহারের সকল সুখ ত্যাগ করিতে হইবে অর্থাৎ সুখের জন্য যে আহার করিতে হহবে এ ভাবনা বিসর্জ্জন দিতে হইবে। [Childers' Dictionary p 345, Notes of D'Alwis, p.76, চারু বাবুর “ধম্মপদ” ৪৮ পৃঃ দ্রষ্টব্য]

  1. নির্ব্বাণ শূন্যতাময়, অনিমিত্ত ও অপ্রণিহিত― নির্ব্বাণের এই তিনটি প্রকৃতি প্রদত্ত হইয়াছে অর্থাৎ নির্ব্বাণলাভ হইলে জীব শূন্যতায় লীন হয়, তাহার কোন অতীত চিহ্ন থাকে না এবং তাহার রাগদ্বেষাদি নির্ম্মূল হয়। শ্রীযুক্ত সতীশচন্দ্র বিদ্যাভূষণ এম, এ প্রণীত “শূন্যবাদ” প্রবন্ধ দ্রষ্টব্য। ভারতী ১৩১১, ২৭১ পৃঃ।