পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মলবর্গ।
৭৯

এ সব অপেক্ষা আছে আরও ঘৃণিত
অবিদ্যা[১] নিকৃষ্ট মলা জানিবে নিশ্চিত;
ভিক্ষুগণ! এই মল করিয়া বর্জ্জন,
নির্ম্মল পবিত্র শুদ্ধ হও সর্ব্বক্ষণ॥৯॥
নির্লজ্জ অহিত-কারী ভীরু দুরাচার
অসংসাহসিক আর প্রগল‍্ভ যে নর,
অদ্ভুত সংসারে তার নাহি বিড়ম্বন
স্বচ্ছন্দে কাটিয়া যায় তাহার জীবন॥১০॥
লজ্জাশীল, নিত্যশৌচী জ্ঞানপরায়ণ
অপ্রগল‍্ভ শুদ্ধাচারী নির্লিপ্ত যেজন,
অতি কষ্টে গত হয় জীবন তাহার
আশ্চর্য্য ভবের লীলা কি বলিব আর!॥১১॥
প্রাণনাশ করে কিম্বা মিথ্যা কথা কয়
না চাহিয়া পর দ্রব্য যেইজন লয়


  1. চীনদেশীয় গ্রন্থে এস্থলে “মোহ” শব্দ ব্যবহৃত হইয়াছে।