পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রল বর্গ।
৮১

অতি শীঘ্র পরদোষ স্পষ্ট দেখা যায়,
আপনার দোষ কেহ দেখিতে না পায়;
ভুষি যথা ধুনাইয়া বেশী করা যায়
চেষ্টা করি পরদোষ তেমতি বাড়ায়;
শঠ করে ক্রীড়কের পাশক হরণ
নিজদোষ তেম্নি লোকে করয়ে গোপন॥১৮॥
যেজন পরের ছিদ্র করে অন্বেষণ
অথচ ক্রোধের বাধ্য সদা যার মন,
তাহার সকল দোষ হয় সম্বর্দ্ধিত
দোষক্ষয় হ’তে সেই দূরে অবস্থিত॥১৯॥
আকাশে নাহিক পথ করিতে গমন[১]
বাহ্যকর্ম্মে কোন লোক না হয় শ্রমণ।


  1. মূলগ্রন্থে “আকাশে পথ নাই, বাহিরে শ্রমণ নাই” এইরূপ আছে। ইহা হইতে স্পষ্ট অর্থবোধ হওয়া দুষ্কর। বুদ্ধঘোষ “বাহিরে” শব্দ “বুদ্ধের শাসনের বাহিরে” (outside the Buddhist community) এই অর্থে গ্রহণ করেন। ফজ্‌বোল বেবর ও আল উইস্ এই অর্থ গ্রহণ করিয়াছেন। কিন্তু ইহাতে