পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১০
ধম্মপদ

যাহার ছত্রিশ স্রোত সুখের লাগিয়া?[১]
অবিরাম সুখ পথে যাইছে বহিয়া
তৃষ্ণোদ্ভব অভিলাষ-তরঙ্গ তেমন,
দৃষ্টিহীন ভ্রান্তে করে বিপথে চালন॥৬॥
তৃষ্ণাস্রোত সর্ব্বদিকে প্রবাহিত রয়,
তৃষ্ণালতা সর্ব্বক্ষণ অঙ্কুরিত হয়,
লতা যবে অঙ্কুরিত হইতে দেখিবে
প্রজ্ঞা দ্বারা মূল তা’র বিচ্ছিন্ন করিবে॥৭॥৩৪০॥
দেহীর নিকট সুখ প্রিয় অতিশয়
সর্ব্বত্র সে ভ্রমে তাই সুখের আশায়
তৃষ্ণাস্রোতে ভাসমান সুখান্বেষী নর
ধরাতলে জন্মজরা ভুঞ্জে বারংবার॥৮॥


  1. ছত্রিশটি দ্বারের মধ্যে ১৮টি বাহ্যদ্বার ও ১৮টি আন্তরদ্বার। পঞ্চেন্দ্রিয় ও মন, তদ্বিষয়ক ছয়টি বিজ্ঞান এবং রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ ও ধর্ম্ম―এই অষ্টাদশটি দ্বার। অন্তর্বাহ্যভেদে, ইহাই ছত্রিশটি হয়।