পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সুখবর্গ।
৬৭

সংস্কার[১] পরম দুঃখ সর্ব্বজন কয়,
ইহাই যথার্থ জানি পণ্ডিত সুজন
লভেন পরম সুখ নির্ব্বাণ পরম॥৭॥
স্বাস্থ্যই পরম লাভ সন্তোষ ধনের সার;
বিশ্বাস পরম জ্ঞাতি[২] নির্ব্বাণ সুখের সার॥৮॥
বিবেকের সুশান্তির মধুরত্ব সার
অনুভব করি তৃপ্ত মানস যাহার
নির্ভীক নিষ্পাপ তিনি যাপেন জীবন
ধর্ম্মরস মধুরতা করি আস্বাদন॥৯॥
আর্য্যদের সন্দর্শন অতি শুভকর[৩]
সহবাস তাহাদের সুখের আকর;


  1. এস্থলে সংস্কার শব্দে বাসনা বুঝাইতেছে। কেহ কেহ এস্থলে সংস্কার শব্দে উপরোক্ত পঞ্চস্কন্ধকেই বুঝেন।
  2. “The best kinsman is a man you can trust”―Childers.
  3. আর্য্য বলিতে পূজার্হ ব্যক্তিগণকে বুঝায়। ইংরাজীতে “the elect” বলিয়া ইহার অনুবাদ করা হইয়াছে।