পাতা:মহাভারতীয় বৃহৎ ভীষ্মপর্ব্ব - কাশীরাম দাস.pdf/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বৃহৎ।

ইল সেনাগণ। যুধিষ্ঠির মহারাজা হরষিত মন দুঃসাননে ডাকিয়া বলিল দুর্য্যোধন। যুদ্ধ করিবারে কর সৈন্যের সাজন সাজ২ বলে রাজা বিলম্ব না সহে। মারিব পাণ্ডবগণে আনলেতে কহে। দুঃশাসন বীর দিল কটকে ঘোষণা। সাজং বলি ধ্বনি করে সর্বজনা॥ ভীষ্ম দ্রোণ কৃপাচার্য্য অশ্বত্থামা বীর। ভূরিশ্রবা সোমদত্ত প্রফুল্লশরীর॥ বাহীক শকুনি কৃতবর্মা নর পতি। ভগদত্ত, শল্য রাজ মদ্র অধিপতি॥ বিন্দ আর অনুবিন্দ কর্ণ মহাবল। শতভাই কলিঙ্গ বিখ্যাত ভূমণ্ডলে। শ্বেতছত্র প তাকা শোভিত সারিখ। শতভাই সহ সাজে কুরুঅধিকারী। ছত্র ধর চলে ষাটি সহস্রেক ভূপতি। একৈক রাজার শসহস্রেক হাতী একৈকহাতিরসহ ঘোড়া শত২। শতেক ধানুকী একঘোড়া অনু গত। একৈক ধানুকী সাতে দশ ঢালী। চরণে নূপুর শব্দে কর্ণেলাগে তালী। গজবাজী রথজ পতাকা প্রচুর। কুরুসৈন্য সাজ দেখি কম্পে তিন পুর। কৌরবের সৈন্যগণ মহাপরাক্রম অস্ত্রে শস্ত্রে বিশারদ বিপক্ষেতে যম॥ শঙ্খ ভেরী বাদ্যবাজে মহাকোলাহল। ঢাক ঢোল শব্দ যেন সমুদ্র কল্লোল। মহা আনন্দিত মন যত কুরুগণ। যুদ্ধ হেতু সর্বজন করিল সাজন। আচম্বিতে বায় বহে মহাশব্দ শুনি। গিরিতে চাপিয়া যেন চলিল মেদিনী। অকস্মাৎ মেঘ যেন বরিষে রুধির। বিনা ঝডে খসি পড়ে দেউল প্রাচীর। গর্দভ প্রসবে, গাবী কুকুর শৃগাল। ময়ুরে প্রসবে কাক ইন্দরে বিড়াল॥ নিরুৎসাহ অশ্ব গণ কাপে ঘনে ঘন। যত অমঙ্গল হয় না যায় বর্ণন। ত্রিপদ দেখি যে, পশু নহে চারি পাদ। পেচা দুইমস্তকে করয়ে ঘোর নাদ | দণ্ড হস্তে শিশু সব যুঝে পরম্পর। মহাঘোর রণ শব্দ গগণ উপর। অন্য বৃক্ষে অন্য ফল অদ্ভুত কথন। ক্ষণেই পৃথিবী কম্পয়ে ঘনে ঘন। বিদুর দেখিয়া ইহা বিস্ময় নিল। ধৃতরাষ্ট স্থানে গিয়া সব নিবেদিল || শুনিয়া আকুল হৈল অন্ধ নরপতি। নিরুৎসাহ হয়ে রাজা বসিলেন ক্ষিতি॥ কুরুকুল ধ্বংস হেতু জানিয়া তখন। আইলেন তথা সত্যবতীর