পাতা:নেতাজীর জীবনী ও বাণী - নৃপেন্দ্রনাথ সিংহ.pdf/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সুভাষচন্দ্রের জীবনী ও বাণী
১২৯

সমস্তই স্বাধীন হউক। আমি চাই পৃথিবীর স্বাধীন দেশ সমূহে স্বাধীন ভারতের দূত প্রেরিত হউক।

নূতন সমাজ

 নূতন সমাজের গোড়ার কথা হইবে সকলের জন্য সমান অধিকার, সমান সুযোগ। ঐশ্বর্য্যের উপর সকলের সমান অধিকার। বৈষম্য মূলক সামাজিক বিধান প্রত্যাহার, জাতিভেদ প্রথার বিলোপ এবং বৈদেশিক শাসন হইতে মুক্তি।

অন্তরের জাগরণ

 অন্তরের দিক হইতে যে জাগরণ সেই জাগরণই আমরা চাই। কেবল তাহাতে আমাদের এই জীবনের আমূল পরিবর্ত্তন সম্ভবপর হইতে পারে। এখানে সেখানে একটু আধটু সংস্কার ছাড়া কাজ হইবে না। সম্পূর্ণ পরিবর্ত্তন, সম্পূর্ণ নূতন জীবন পরিগ্রহণই আমাদের বর্ত্তমানের প্রয়োজন।

ধারণার পরিবর্ত্তন

 এই জরাজীর্ণ দেশের যৌবন ফিরাইয়া আনিতে হইলে, সমগ্র ভারতে একটি জাতি গঠন করিতে হইলে, ভাল ও মন্দ সম্পর্কে