পাতা:ইসলামী ধর্মতত্ত্বঃ এবার ঘরে ফেরার পালা.pdf/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পরিশিষ্ট-১
প্রাক-ইসলামী আরব

 আরব শব্দের প্রকৃত অর্থ মরুভূমি। পণ্ডিতেরা মনে করেন যে অতি প্রাচীনকালে আরব দেশ সাহারা মরুভূমির অংশ ছিল এবং আজও এ দেশের অধিকাংশ অঞ্চল জুড়ে চলে মরুভূমির বহূৎসব। “এখানে মাইলের পর মাইল কোথাও আল-দাহুরার লাল বালির উপর মধ্যাহ্ন সূর্যের অনলবর্ষী কিরণ ধূধ করে জ্বলছে, আবার কোথাও আলনাক্ষুদের সাদা বালি প্রখর সূর্যালােকে মরীচিকার মায়া বিস্তার করছে।”

 আরব পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ এবং গােলার্ধের শুষ্কতম অঞ্চল। এর মােট আয়তন প্রায় ৩০ লক্ষ বর্গ কিলােমিটার, যা বর্তমান খণ্ডিত ভারতের প্রায় সমান (৩২.৮৭ লক্ষ বর্গ কিলােমিটার)। কিন্তু লােকসংখ্যা খুবই কম, সমস্ত আবরভূমিতে মাত্র ২ কোটির মত মানুষ বসবাস করে, যা বর্তমান খণ্ডিত ভারতের জনসংখ্যার মাত্র ৪০ ভাগের এক ভাগ, এবং বর্তমান বাংলাদেশের জনসংখ্যার ৫ ভাগের এক ভাগ। পাকিস্তানের বর্তমান লােকসংখ্যাও প্রায় ১০ কোটি, তাই বাংলাদেশ ও পাকিস্তানের মিলিত লােকসংখ্যার মাত্র ১০ ভাগের এক ভাগ মানুষ আরবে বসবাস করে। কাজেই বর্তমান ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে যত মুসলমান বাস করে, আরবে বসবাসকারী মুসলমানের সংখ্যা তার মাত্র ২০ ভাগের এক ভাগ।

 বর্তমান আরব ভূখণ্ড সৌদি আরব, ইয়েমেন, ওমান, কাতার ইত্যাদি ৮টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত এবং নিচের সারণীতে এদের আয়তন ও লােকসংখ্যা দেওয়া হল।

দেশের নাম আয়তন { লােকসংখ্যা প্রতি বর্গকিলােমিটারে (ব.কিমি) লােন্সংখ্যা (১) সৌদি আরব |২১,৪৯,৬৮৭ |৮৩,৬৭,০০০ ৩,৮৮ (২) ওমান ৩,১০,৮০০] ৮,৯১,০০০ ২.৫৪ (৩) ইয়েমেন আরব রিপাব্লিক | ৬৪,৫৬,২০০ ৩২.২৮ (৪) ইয়েমেনডেমাে| -টিক রিপাব্লিক। ২,৮৭,৭৫২] ৯,৬৯,০০০ ৩.৩৬ |।) সংযুক্ত আরব | এমিরাত। ৮৩,৬০০[১০,৪০,০০০ ১২.৪৪ | (৬) কুত ১৬,৯১৮ | ১৩,৫৬,০০০ ৮০.১৪ ১১,০০০ | ২,২০,০০০ ২০.০০ (1) শাহ ৬২২ ৩,৫৮,০০০ ৫৭৯,০০ | (মাঠ |৩০,৬০,৩৭৯ ২,০৬,৫৮,১০০ | ৬.৭৫ (গড়)

Den : Stanlard World Atlas, Hammond, USA.)