পাতা:সচিত্র রেল অবতার - অনাথবন্ধু সেন.pdf/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নেসাখখারের ইসারা।

 একদিন বাঁড়ুয্যে-গিন্নি বল্লেন—“ওগো দেখ, তোমাকে বল‍্তে ভুলে গেছি—আমাদের চাল ফুরিয়ে গেছে। আজই চিঠি লিখে দাও, কাল যেন সকালেই চাল এসে পড়ে, না হলে রান্না চড়বে না।”

 বাঁড়ুয্যেমশায় চিঠি লিখবেন বল্লেন, কিন্তু কাজের গতিকে চিঠি দিতে ভুলে গেলেন। মনে কল্লেন, তার পর দিন সকালেই একটা ‘প্র্যাকটিশ্’ দিয়ে দিবেন বেলা দশটার মধ্যেই চাল এসে পড়বে।

 খুব সকালে একখানা ‘প্র্যাকটিশ্’ লিখে, তাঁর ছোটবাবুকে পাঠিয়ে দিতে বল্লেন। ছোটবাবুরও চালের দরকার ছিল; কাজেই, তিনিও তাঁর জন্য একমণ পাঠিয়ে দেবার জন্য, বাঁড়ুয্যে মশায়কে লিখ‍্তে বল্লেন। বাঁড়ুয্যে মশায় ‘প্র্যাকটিশ্’ দিলেন:—

 —“দুইমণ চাউল প্রথম ট্রেণেতেই পাঠাইয়া দিবে। রাঁধিবার কিছুই নাই।”

 * * * 

 সান্তাহারের এসিষ্টাণ্টবাবু সবেমাত্র দুই দিন আগে দুই ভরি গাঁজা পাঠাইয়া দিয়াছিলেন। আবার পাঠাইবার জন্য তার দেওয়ায়, বাঁড়ুয্যে মশায়ের উপর একটু বিরক্ত হইলেন। মনে মনে বল্লেন—“লোকটা যাচ্ছেতাই গাঁজাখোর হয়ে পড়েছে! দুই ভরি গাঁজা দুই দিনেই শেষ করে ফেলেছে—এক ছিলিমও গাঁজা নাই, যে সকাল বেলাটায় খায়। তাই প্র্যাকটিশ্ দিয়েছে। রাঁধিবার কিছুই নাই।”