পাতা:কাফ্রি দাসের বৃত্তান্ত - লী রিচমণ্ড.pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৫

পুস্তক ভূমিতে পড়িয়া রহিল। সে আমাকে দেখিবামাত্র অতি আনন্দ পূর্ব্বক উঠিয়া কহিল;

 “হে মহাশয়, আমি আপনাকে দেখিয়া অতি হৃষ্ট হইলাম, কারণ আমি মনে করিয়াছিলাম, আপনি অতি বিলম্বে আসিতেছেন।”

 হে উইলিয়ম, তুমি ভাল আছ; আমি নিজ কএক জন বন্ধুর নিকটে তোমাকে লইয়া যাইতে চাহি, বোধ হয় তাহারা প্রভুরও বন্ধু। আমরা প্রতি বুধবারে একত্র হইয়া আপনাদের অনন্তকালীন সুখ বিষয়ে কথোপকথন করি; আর আমি নিশ্চয় জানি তাহারা তোমাকে অতি আনন্দ পূর্ব্বক গ্রাহ্য করিবে।

 “মহাশয়, এমত ধার্ম্মিক লোকদের মধ্যে যাইতে আমি যোগ্য নহি। আমি মহাপাপী। তাহারা উত্তম খ্রীষ্টীয়ান।”

 হে উইলিয়ম, তাহাদিগকে যদি জিজ্ঞাসা কর, তবে তাহারা প্রত্যেকে বলিবে যে আমি আর সকল লোক অপেক্ষা মহাপাপী। কেবল অল্পকাল হইল তাহাদের মধ্যে অনেকে প্রকাশরূপে দুষ্কর্ম্ম করিত, ও ঈশ্বরকে না জনিয়া কায়মনোবাক্যে ষীশু খ্রীষ্টের শত্রু ছিল। কিন্তু প্রভুর অনুগ্রহদ্বারা এ দুষ্ট পথে চেতনা পাইলে তাহাদের অন্তঃকরণ দমন হইল, ও তাহারা এক্ষণে তাঁহাকে প্রেম করত তাঁহার আজ্ঞা পালন করে। তুমি যাহাদের সাক্ষাৎ পাইবা, তাহারা তোমার মত পাপী, কিন্তু প্রভুর প্রেমের বিষয়ে কথোপকথন করে, ও তাঁহার প্রশংসা করে; আর আমি নিশ্চয় জানি, তুমিও তাহাদের সহিত একত্র হইয়া যীশুর স্তবস্তুতি গান করিতে ইচ্ছা কর।

 “হাঁ, মহাশয়, সে গীত এই অধম কাফ্রির প্রতি উত্তমরূপে খাটিবে।”