পাতা:কাফ্রি দাসের বৃত্তান্ত - লী রিচমণ্ড.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩১

 তিনি তোমাকে ত্রাণ করিতে পারেন, ইহা কি তুমি বিশ্বাস কর?

 “হাঁ, তিনি শেষপর্য্যন্ত ত্রাণ করিতে পারেন।”

 তুমি কি বোধ কর তিনি তোমাকেই ত্রাণ করিতে ইচ্ছুক নহেন?

 “না, আমি ইহা কহিতে পারি না। তিনি অতি দয়া ও অনুগ্রহ করিয়া কহিয়াছেন; যে কেহ আমার শরণাগত হইবে, আমি তাহাকে কোন ক্রমে দূর করিব না।”

 তুমি কি তাঁহার আজ্ঞা পালন করিতে অত্যন্ত ইচ্ছুক ও যত্নবান আছ?

 “হাঁ, মহাশয়, আমি তাঁহাকে প্রেম করি, তাহাতে তিনি যাহা কহেন তাহাই করিতে চাহি।”

 ঈশ্বর যদি তোমাকে দুঃখের অবস্থায় আনেন, তবে কি তুমি তাঁহার নাম হেতু সেই দুঃখ সহ্য করিতে সম্মত হইবা?

 “হাঁ বোধ করি তাঁহার প্রতি প্রেম প্রযুক্ত আমি প্রাণও দান করিতে পারি। তিনি এ দুরাচার পাপির নিমিত্তে মরিলেন, অতএব এমত দায়াবান ও ধর্ম্মত্রাতার জন্যে দুরাচার পাপী মরিবে না কেন?”

 ভাল, উইলিয়ম্, আমি তোমাকে সাহস করিয়া কহিতে পারি, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করিয়াছে।

 এই কথাতে তৎকালের পরীক্ষার শেষ করিলাম। ঘরের অন্য বন্ধু সকল প্রেমার্দ্র হইয়া অতি মনোযোগপূর্ব্বক এই জিজ্ঞাসোত্তর শুনিল। পরে তাহাদের এক জন মনস্তাপ প্রকাশ করিয়া কহিল।

 “মহাশয়, আমি দেখিতেছি, কতক লোক কৃষ্ণবর্ণ ও কতক লোক শুক্লবর্ণ বটে; কিন্তু সত্য খ্রীষ্টীয়ানেরা সকল একবর্ণ। এই কাফ্রী কথা কহিতে২ আমার অন্তঃকরণ তাহার