পাতা:সচিত্র রেল অবতার - অনাথবন্ধু সেন.pdf/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
উল্টা বুঝলি রাম।
৪৫

কি জানি কেমন করে তার-বাবুর ইংরাজী বিদ্যাটা ছেলেদের কাণে গিয়ে পৌঁছুল। তখনহতে পথে ঘাটে গিরিজাকে দেখ‍্তে পেলেই, একজন ছেলে চেঁচিয়ে ব’লত “ফাইভ্, ফাইভ্ দি মহারাজা অভ্ কুচবেহার! আর সবাই বলে উঠ‍্ত “হিপ, হিপ হুররে”।

 গিরিজা টিক‍্তে না পেরে, বোনাই বড়বাবুকে বলে অন্য ষ্টেশনে বদলি হয়ে গেল।