পাতা:সচিত্র রেল অবতার - অনাথবন্ধু সেন.pdf/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চোরের গঙ্গাস্নান।

 তখন পূজোর ছুটি হয়েছে। বিদেশে যাঁরা কাজ করেন। তাঁরা বাড়ী আসছেন। ট্রেণে খুব ভিড়। স্পেশাল্ ট্রেণও। দিতে হচ্ছে। দারজিলিংএ দুটি বাবু কাজ করতেন, তাঁদি’কেও কল‍্কাতা আসতে হবে। তাঁরা দুজনে সহোদর ভাই। তাঁদের সঙ্গে আসবে—দুই ভাইয়ের পরিবার ও একটি ভাইপো। ভাইপোটি কলকাতায় বাপের নিকটেই থাকে ও পড়া শুনা করে, কিন্তু সম্প্রতি জ্বর ও পেটের অসুখ করায়, স্বাস্থ্য পরিবর্ত্তনের জন্য দারজিলিং এ এসেছিল। অসুখ তেমন সারে নাই, কিন্তু ছুটী যখন এসে পড়‍্ল, তখন কলকাতায় ফিরে আসতেই হচ্ছে। একে ত রেলে পরিবার, লগেজ পত্র নিয়ে চলা মুস্কিল, তা’তে আবার যদি রুগী সঙ্গে থাকে, তা’হলেই ত সোনায় সোহাগা!

 আরও বিপদ এই যে, দারজিলিং এ র ছোট গাড়ীতে মোটেই। পাইখানার বন্দোবস্ত নাই। টুলি গাড়ী চার দিক্ খোলা। অন্য। কোন রুগী হলে, তত ভাবনার কারণ নেই, কিন্তু এ যে উদরাময়ের রুগী—পাইখানা না হলে চলবে কেমন করে?

 কি বন্দোবস্ত করে, ভাইপোটিকে অন্ততঃ শিলিগুড়ি পর্য্যন্ত আনবেন, দুই ভায়ে অনেক যুক্তি পরামর্শ করে ঠিক হলো যে দুটো বেঞ্চি কাপড় চোপড় দিয়ে ঘিরে নিয়ে তাঁরা একটা