পাতা:দেবী রাবিয়া - রাহাতুন্নেছা খাতুন.pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দেবী রাবিয়া।

মোহিনীমূর্ত্তি ধারণ করিয়া তাঁহার হৃদয় নয়ন আকর্ষণ করিতেছে।

 বৃদ্ধ সকলই প্রত্যক্ষীভূত, সকলই সত্য দেখিতেছেন, অথচ কি আশ্চর্য্য ব্যাপার। ঠিক্‌ পূর্ব্ববৎ―উহার দূরতা এখনও কিছু কমে নাই। যেন এক পদও তিনি অগ্রসর হন নাই। বৃদ্ধ চমকিত হইয়া অস্ফুট কাতরতার সহিত বলিয়া উঠিলেন,―“একি মায়া! কেন। এমন হইল জগদীশ্বর! পুণ্যতীর্থ কতদূর বিশ্বনাথ!!

 বৃদ্ধ আবার চোখ তুলিয়া চাহিয়া দেখিলেন, যেন কোন যাদুকর তাহার অদ্ভুত যাদু প্রভাবে সেই নয়নানন্দকর হ্রদ, উহার তটভূমির প্রীতিপ্রফুল্লতাময় শ্যাম বৃক্ষরাশি, কচি তৃণাঙ্কুরে ভ্রমণশীল হরিণ সমূহ, বিরাট দর্শন নগর দ্বার,

২৩