পাতা:বাঙ্গলা ব্যাকরণ - লোহারাম শিরোরত্ন.pdf/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪২
বাঙ্গলা ব্যাকরণ।

 এতদ্ভিন্ন কতকগুলি কৃৎ প্রত্যয় আছে, বঙ্গ ভাষায় তাহাদের তাদৃশ ব্যবহার নাই বলিয়া উহা উপেক্ষিত হইল!

 নিম্নলিখিত পদগুলি কোন্ কোন ধাতুর উত্তর কোন্ কোন্ বাচ্যে কি কি প্রত্যয় করিয়া সিদ্ধ হইয়াছে?

 গ্রাহক, শোভী, প্রচার, বিকার, বিস্তীর্ণ, গুণ্য, নির্ম্মিৎসা, দান, বিজ্ঞ, বিহিত, সন্ধান, নীয়মান, ভোক্তব্য, প্রশ্ন, গ্রাহ্য, বিকৃত, শ্লাঘমান, স্রষ্টা, গ্রহীতা, বিধায়িনী, ধাত্রী, দায়ী, অবসান, অনুধ্যান, পঠিত, উদিত, বিষন্ন, উদ্বিগ্ন, পরিধেয়, ন্যায়, আঘাত, প্রচ্ছন্ন, বিষাদ, আদায়, পাঠ্যমান, অপহৃত, চিকীর্যু, শুভদ, মাদৃশ, প্রস্থিত।


সমাস।

 দুই বা ততোধিক পদের একপদীকরণকে সমাস কহে। সমাস করিলে মধ্য পদে বিভক্তি থাকে না। শেষ পদে বিভক্তি দিলেই হয়।

 যে যে শব্দের পরস্পর অন্বয় থাকে, তাহাদিগেরই সমাস হয়। যথা; রামের চরণে