পাতা:বাঙ্গলা ব্যাকরণ - লোহারাম শিরোরত্ন.pdf/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাঙ্গলা ব্যাকরণ।
১৪৩

প্রণাম, এখানে রামের এই পদের সহিত চরণে এই পদের সমাস হইবে, প্রণাম পদের সহিত সমাস হইবে না; কেননা রাম পদের সহিত চরণ পদের যেরূপ সম্বন্ধরূপে অন্বয় আছে, প্রণাম পদের সেরূপ নাই; কিন্তু দ্বন্দ সমাসে ওরূপ অন্বয়ের আবশ্যকতা নাই।

 সমাস পাঁচ প্রকার[১]; দ্বন্দ, বহুবীহি, কর্ম্মধারয়, তৎপুরুষ ও অব্যয়ীভাব।

দ্বন্দ্ব।

 বিশেষ্য পদগুলি স্ব স্ব প্রাধান্য রাখিয়া পরস্পর মিলিত হইলে দ্বন্দ্ব সমাস হয়। দ্বন্দ্ব সমাসে সমাস করিবার সময়ে, ও, এবং, ইত্যাদি সমুচ্চয়ার্থক শব্দ থাকে। যথা; ফল ও পুষ্প, ফলপুষ্প; পাপ ও পুণ্য, পাপপুণ্য; ধর্ম্ম ও


  1. সংখ্যাবাচক বিশেষণ পদ পূর্ব্বে থাকিলেও কর্ম্মধারয় সমাস হইয়া থাকে। যথা; সপ্তর্ষি ইত্যাদি। ঐরূপ; ত্রিভুবন, ত্রিরাত্র ইত্যাদি স্থলেও কর্ম্মধারয় সমাস করাই ভাল। বাঙ্গলা ভাষায় ঐ স্থলে দ্বিগু সমাস স্বীকার করায় গৌরব ভিন্ন লাঘব নাই। দশহাতথান ইত্যাদি তদ্ধিতার্থ দ্বিগু সমাসকে বহুব্রীহির অন্তর্ভূত করিলেই হইবে।