পাতা:বাঙ্গলা ব্যাকরণ - লোহারাম শিরোরত্ন.pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাঙ্গলা ব্যাকরণ।

ভানূদয়; তরু ঊর্দ্ধ্ব তরূর্দ্ধ্ব; প্রসূ উদর প্রসূদর; বধূ-উহ বধূহ।

 অকার অথবা আকারের পর ই উ ঋ থাকিলে পূর্ব্ববর্ত্তী অকার অথবা আকারের সহিত যথাক্রমে তাহার গুণ অর্থাৎ তাহার স্থানে এ ও অর্ হয়। আর এ ঐ ও ঔ থাকিলে ঐরূপে তাহার বৃদ্ধি অর্থাৎ তাহার স্থানে এ ঐ ঔ ঔ হয়[১]। উৎপন্ন স্বর সকল পূর্ব্ববণে যুক্ত হয়। যথা; নর-ইন্দ্র নরেন্দ্র; গণ-ঈশ গণেশ; যথা ইষ্ট যথেষ্ট; উমা-ঈশ উমেশ; বক্র-উক্তি বক্রোক্তি; এক-ঊন একোন; লতা-উখিত লতোত্থিত; মহা-ঊর্মি মহোর্ম্মি; দেব-ঋষি দেবর্ষি; মহা-ঋষি মহর্ষি[২]। বৃদ্ধি যথা; এক-এব একৈব; তথা—এতত তথৈতৎ; মত-ঐক্য মতৈক্য; মহা-ঐরাবত


  1. এক শব্দ পরে থাকিলে পূর্ব্ববর্ত্তী অকারের লোপ হয়। যথা; বার-এক বারেক; অর্দ্ধ-এক অর্দ্ধেক; জন-এক জনেক। এই রূপ পদ প্রায় চলিত ভাষায় ও পদ্যে ব্যবহৃত হইয়া থাকে।
  2. কিন্তু তৃতীয়া তৎপুরুষ সমাস হইলে ঋভ শব্দের ঋর বৃদ্ধি আর্ হয়। যথা; শীত-ঋত শীতার্ত্ত; ক্ষুধা-ঋত ক্ষুধার্ত্ত ইত্যাদি।