পাতা:বাঙ্গলা ব্যাকরণ - লোহারাম শিরোরত্ন.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাঙ্গলা ব্যাকরণ।

মহৈরাবত; জল-ওঘ জলৌঘ; মহা-ওষধি মহৌষধি; গত-ঔৎসুক্য; গতৌৎসুক্য; মহা-ঔষধ মহৌষধ।

 কিন্তু বিম্ব-ওষ্ঠ বিম্বৌষ্ঠ ও বিম্বোষ্ঠ[১]; স্ব-ঈর স্বৈর; অক্ষ-ঊহিনী অক্ষৌহিণী; প্র-ঊঢ় প্রৌঢ়; প্র-ঊঢ়ি প্রৌঢ়ি। এই কয়েকটি পুর্ব্বের নিয়ম অনুসারে হয় না।

 অসমান স্বরবর্ণ পরে থাকিলে ই ঈ স্থানে য, উ ঊ স্থানে ব ও ঋ স্থানে র্ হয়। উৎপন্ন বর্ণ পরের স্বরবর্ণের সহিত মিলিয়া পূর্ব্ববর্ণে যুক্ত হয়। যথা; অতি-অন্ত অত্যন্ত; মহী-আদি মহ্যাদি; উপরি-উপরি উপর্য্যুপরি; বহু-আয়স বহ্বায়াস; তনু-ঈশ্বর তন্বীশ্বর; পিতৃ-অর্থ পিত্রর্থ।

 স্বরবর্ণ পরে থাকিলে এ স্থানে অয়্, ও স্থানে অব্, ঐ স্থানে আয়্, ঔ স্থানে আব্ হয়। যথা; নে-অন নয়ন; ভো-অন ভবন; নৈ-অক নায়ক; পে-অক পাবক।


  1. ওষ্ঠ ও ওতু শব্দের সহিত সমাস থাকিলে ঐ রূপ পদ হইয়া থাকে।