পাতা:বাঙ্গলা ব্যাকরণ - লোহারাম শিরোরত্ন.pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০
বাঙ্গলা ব্যাকরণ।

 স্বরবর্ণ পরে থাকিলে গোশব্দ স্থানে কখন কখন গব হয়। যথা; গো—অস্থি গবাস্থি; গো-অক্ষ গবাক্ষ।

ব্যঞ্জন সন্ধি।

 ত্ ও দ্ স্থানে চ ছ পরে থাকিলে চ্, জ ঝ পরে থাকিলে জ্, ট ঠ পরে থাকিলে ট্ এবং ড ঢ পরে থাকিলে ড হয়। যথা; শরৎ-চন্দ্র শরচ্চন্দ্র; তদ্-চরণ তচ্চরণ; উৎ-ছেদন উচ্ছেদন; উৎ-জ্বল উজ্জ্বল; তদ্-জন্য তজ্জন্য; তদ্-ঝনৎকার তজ্‌ঝনৎকার; তদ্-টিকা তট্টীকা; ভবৎ-ঠাকুর ভবট্‌ঠাকুর; উৎ-ডীন উড্‌ডীন; তদ্‌-ঢক্কা তড্‌ঢক্কা।

 ক খ ত থ প ফ ও স পরে থাকিলে পদের অন্তস্থিত দ্ স্থানে ৎ হয়। যথা; তদ্-কাল তৎকাল; বিপদ্-পাত বিপৎপাত।

 চ্ ও জ্‌র পরস্থিত ন স্থানে ঞ হয়। যথা; যাচ্‌-না যাচ্ঞা; যজ্‌-ন যজ্ঞ; রাজ্‌-নী রাজ্ঞী।

 যকারের পরস্থিত ত ও থ স্থানে যথাক্রমে ট ও ঠ হয়। যথা; হৃষ্‌-ত হৃষ্ট; দৃষ্‌-তি দৃষ্টি; সংসৃষ্-ত সংসৃষ্ট; ষষ্-থ ষষ্ঠ।