পাতা:বাঙ্গলা ব্যাকরণ - লোহারাম শিরোরত্ন.pdf/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাঙ্গলা ব্যাকরণ।
১৫

 র পরে থাকিলে, পূর্ব্ব দুই লক্ষণানুসারে যদি বিসর্গ স্থানে র হয়, তাহা হইলে পূর্ব্ব রকারের লোপ হয় এবং পূর্ব্ব স্বর দীর্ঘ হয়। যথা; নিঃ-রোগ নীরোগ; নিঃ-রব নীরব।

 স্থ পরে থাকিলে বিকল্পে বিসর্গের লোপ হয়। যথা; দুঃ-স্থ দুস্থ, দুঃস্থ ও মনঃ-স্থ মনস্থ, মনঃস্থ।

নিম্ন লিখিত পদগুলির সন্ধি কর।

 ফল-উৎপত্তি; গুরু-অর্থ; অহি-অস্থি; লতা-অবলা; সর্ব্ব-ঋতু; তপঃ -ভক্তি; বিভো-অ; ধূম-উৎ-গম; ইতি-উক্ত; পোত—অধি-অক্ষ; অহিত-আচরণ; বৃদ্ধি-উৎমুখ; আপৎ-শান্তি; প্রাক্-দ্বার; তৎ-নিগ্রহ; অহঃ-রজনী; শৈ-অক; মহা-উৎ-লাস; নভঃ-চর-ইন্দু-অর্ক; সম্-জাত; পুনঃ-রোধ; শোক-উৎরেক; মেদঃ-ছেদ; গো-ইশ; শোক-ঋত; অল্প-ঋত; মৃৎ-ময়; ঈষৎ-নতি; সৎ-লোক; সৎ-বিধি-উক্তি-অনুসারে।

নিম্ন লিখিত পদগুলির সন্ধিবিচ্ছেদ কর।

 তথেতি; প্রবৃদ্ধোর্ম্মি; উন্মিষিত; হরিণাঙ্গনা; জিতাব্জ; ঈষন্নতোন্নতাকার; তুচ্চয়;