পাতা:বাঙ্গলা ব্যাকরণ - লোহারাম শিরোরত্ন.pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাঙ্গলা ব্যাকরণ।
২৩

ভোজন; যদু, গোপাগ; অগ্নি, জল ইত্যাদি।

 বিশেষ্যের লিঙ্গ, বচন, পুরুষ ও কারক আছে। তাহা জানিলে বাক্যার্থজ্ঞান জন্মে।

লিঙ্গ।

 লিঙ্গ দুই প্রকার। পুং লিঙ্গ ও স্ত্রীলিঙ্গ। বঙ্গভাষায় ক্লীবলিঙ্গঘটিত কোন বৈলক্ষণ্য প্রায়ই দেখা যায় না। ক্লীবলিঙ্গ শব্দের জ্ঞান সহজও নহে। সুতরাং তাহা উপেক্ষিত হইল। সংস্কৃত ভাষায় যে সকল শব্দ ক্লীবলিঙ্গ, বঙ্গভাযায় তাহারা পুংলিঙ্গবৎ ব্যবহৃত হয়।

 এক্ষণে স্ত্রীলিঙ্গ শব্দগুলি জানিতে পারিলেই অবশিষ্ট গুলিকে পুংলিঙ্গ বলিয়া স্থির করা যাইতে পারে। লিঙ্গ বুঝিবার নিমিত্ত নিমে কয়টি সঙ্কেত লিখিত হইল।

 যাহারা স্বভাবতঃ স্ত্রীজাতি,[১] আর যে


  1. দার ও কলত্র শব্দ স্ত্রী বাচক হইয়াও পুংলিঙ্গবৎ হয়।