পাতা:বাঙ্গলা ব্যাকরণ - লোহারাম শিরোরত্ন.pdf/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২
বাঙ্গলা ব্যাকরণ।

 কতকগুলি শব্দ স্ত্রীলিঙ্গ করিতে হইলে তাহার পূর্ব্বে স্ত্রীবাচক শব্দ যোগ করিতে হয়। যথা; মেদী হাঁস, মেয়ে মানুষ ইত্যাদি।

নিম্নলিখিত শব্দগুলির উত্তর স্ত্রীলিঙ্গ প্রত্যয় কর।

 অহিতকারিন্, উপদেষ্টৃ, কুশলিন্, বক্তৃ, মানুষ, শীতল, দয়িত, শখিন্, ভয়ঙ্কর, মহীয়স্, মধুর, মৃড়, যশস্বিন্, পঞ্চম, চতুর্দ্দশ, ম্লান, বাচক, লক্ষীবৎ, শর্ব্ব, পটু, উরু, মাদৃশ, শোচনীয়, বনচর, কামিন্, গাথক, শ্যাম, সুস্তন, কিঙ্কর, অর্থকর, বরুণ, ঈদৃশ, মতিমৎ, বিশালাক্ষ, সুবেশ, শূকর।

নিম্নলিখিত স্ত্রীলিঙ্গ শব্দগুলিকে পুংলিঙ্গ কর।

 লঘীয়সী, মিষ্টভাষিণী, সমৃদ্ধিমতী, বহ্বী, ষোড়শী, মেধাবিনী, রুদ্রাণী, ভোক্ত্রী, পতিতা, ব্যাঘ্রী, লোভবতী, তেজস্বিনী, পঞ্চমী, শোভিকা, নায়িকা, ইন্দ্রাণী, বিস্মৃতা, দ্রষ্ট্রী, খেচরী, যশস্করী, বিহারিণী, শঙ্করী, জ্ঞানবতী, শায়িনী।