পাতা:বাঙ্গলা ব্যাকরণ - লোহারাম শিরোরত্ন.pdf/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাঙ্গলা ব্যাকরণ।
৮৫

 কখন কখন সকর্ম্মক ক্রিয়ারও কর্ম্ম পদ, প্রয়োগকালে অনুক্ত থাকে। যথা; তিনি দেখিতেছেন, আমি লইব

 কতকগুলি ক্রিয়ার বঙ্গভাষায় ধাতুরূপ হয় না। ঐ সকল ক্রিয়ার ক্রিয়াবাচক বিশেষ্য পদের উত্তর করা পদ সন্নিবেশিত করিয়া ধাতু রূপ করিতে হয়। যথা; ভোজন করিতেছে, গমন করিতেছে ইত্যাদি। ভুজিতেছে, গমিতেছে ইত্যাদি প্রয়োগ হয় না।

 উক্তরূপ ক্রিয়ার পূর্ব্ববর্তী ক্রিয়াবাচক বিশেষ্য পদটি যদি অকর্ম্মক হয়, তবে সমস্ত ক্রিয়াটিও অকর্ম্মক হইবেক। আর ঐ ক্রিয়াবাচক বিশেষ্য পদটি সকর্ম্মক হইলে সমস্ত ক্রিয়াটিও সকর্ম্মক হইবে। যথা; তিনি শয়ন করিতেছেন। এখানে শয়ন ক্রিয়া অকর্ম্মক বলিয়া শয়ন করা ক্রিয়াটিও অকর্ম্মক হইল। তিনি বস্ত্র পরিধান করিতেছেন। এখানে পরিধানক্রিয়া সকর্ম্মক বলিয়া পরিধান করা এই সমুদায় ক্রিয়াপদও সকর্ম্মক হইল। সুতরাং বস্ত্র কর্ম্ম পদ রহিল।

 সকর্ম্মক ক্রিয়ার মধ্যে কতকগুলির দুইটি