অমৃত/বৃথা দর্প

উইকিসংকলন থেকে
বৃথা দর্প


নর কহে, “ধূলিকণা, তোর জন্ম মিছে,—
চিরকাল পড়ে র’লি চরণের নীচে!”
ধূলিকণা কহে, “ভাই, কেন কর ঘৃণা?
তোমার দেহের আমি পরিণাম কি না?


  মেঘ বলে, “সিন্ধু, তব জনম বিফল,
  পিপাসায় দিতে নার এক বিন্দু জল!”
  সিন্ধু কহে, “পিতৃনিন্দা কর কোন্‌ মুখে?
  তুমিও অপেয় হ’বে পড়িলে এ বুকে।”
    ____


উপদেশ —অহঙ্কার করা ভাল নয়। এ জগতে কেহ বড়, কেহ

ছোট নাই—সকল জিনিষেরই সার্থকতা আছে, কাজেই কাহারও
অহঙ্কাব শোভা পায় না।