অমৃত/উপযুক্ত মাত্রা

উইকিসংকলন থেকে

১০
উপযুক্ত মাত্রা


বায়ুকহে, “দীপ, তব আমিই সম্বল।”
দীপ বলে, “যতক্ষণ না হও প্রবল।”
বৃষ্টি কহে, “শস্য, আমি তোমার সহায়।”
শস্য বলে, “অতিরিক্ত হ’লে—প্রাণ যায়।”


  বংশী কহে, “কর্ণ, তোরে পরিতৃপ্ত করি।”
  কর্ণ বলে, “অতি তীক্ষ্ণ স্বরে- প্রাণে মরি।”
  বিষ কহে, “রোগি, আমি তোমার ঔষধ-ই।”
  রোগী বলে, “উচিত মাত্রায় রহ যদি”
    ____


উপদেশ—সকল জিনিষই ঠিক মাত্রায় ব্যবহার করিতে পারিলে

উপকার হয়, আর কোন জিনিষেরই অধিক মাত্রা বা বাড়াবাড়ি ভাল
নয়—তাহাতে ক্ষতি হয়।