অমৃত/পরিণতি

উইকিসংকলন থেকে
৩৮
পরিণতি


নির্ভীক্‌ স্বাধীন-চেতা এক চিত্রকর
আঁকিল শ্মশান-ভূমি— অতি ভয়ঙ্কর!
একটি কপাল, আর অস্থি একখানি,
একস্থানে দেখায়েছে তুলি দিয়া টানি’।


  হেরিয়া দেশের রাজা বলে, “চমৎকার!
  কিন্তু এটা কার অস্থি? কপাল বা কার?”
  চিত্রকর বলে, “অস্থি মম কুক্কুরের,
  কপাল পিতার ভব, হে মত্ত কুবের!"
    ____


উপদেশ—ধনের অহঙ্কার করা বড় দোষ। কাহারও মৃত্যু হইলে ধন
তাহার সঙ্গে যায় না। মৃত্যুর পর সকলেরই অবস্থা সমান।