পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

... ইহার স্কুলে মাত্র গৃহাশ্রমী হয়। গৃহত্যাগী শেষে হয় গোস্বামীর ছয় । ঢাকিয়ারসিক ধৰ্ম্ম গৃহ ধৰ্ম্ম দিয়া। অবনীতে অবতীর্ণ শ্ৰীহরি আধিয়। গৃহধৰ্ম্ম লভিবেক যজিবে যাজম । ;টু অন্তরঙ্গ রসিক হইবে সেই জন । , 芝 蟹 যেই পথ আছে জানাজানি । * **দানি লইবে তারে সেই পথে টানি। ' ) : বিশ্বনাথে বাচাইয়া হরিচাখ নিল । :: সেই বিশ্বনাথ শেষে দরবেস হ'ল। . করেছেন কত লীলা পেীগণ্ডসময় ।

েলিথিতে অসাধ্য মোর পুথি বেড়ে যায়।

কিছু দিন পরে হ’ল গোচারণ সায় । , ;fববাহ কৰ্বিল প্ৰভু কৈশোর সময় ॥ কুরের জন্ম অগ্রে পরে যে সময়। রামকান্ত আদিতেন মোহান্ত আলয় ॥ বৈরাগী ব্রাহ্মণ আদি অতিথি আসিত । কারু ন কছিত প্ৰভু নিজ মনোনীত । K নিন্দ কি বন্দনা কারু কিছু না করিত। রামকান্ত এল্লেগিয়া পদে লোটাইত ॥

    • কিছু অন্তরেতে রামকান্তে ল’য়ে যেত । দুই প্রভু একাসনে নির্জনে বসিত । حينما

রামকান্তে বলিতেন তুমি মম গুরু। যুগে যুগে তুমি মোর বাঞ্ছা কল্পতরু ॥ " এই ভাবে রামকান্তে করিতেন স্তুতি । এ কথোপকথনে কাটাতেন দিবারাতি। প্ৰভু সব মনোবৃত্তি কাস্তে জানাইল । মধুময় শ্ৰীহরিচরিত্র হরি বল। •y অথ লক্ষীমাতার জন্ম ও বিবাহ ও N ; যশোমন্ত ঠাকুরের তিরোভাব । - পয়ার ঞ্জিকাবাড়ী নিবাসী লোচন প্রমাণিক । এক গাত্র কন্যা ভাল বাসে প্রাণাধিক ॥ বৈকুণ্ঠের লক্ষ্মী যিনি সত্যে বেদবতী । অধুরীশকতা যিনি দ্বাপরে শ্ৰীমতী ॥ পদ সেরানন্দ ক্ষীরোদ-বাসিনী। যুগে মতা সতী দ্বাপরে রুক্মিণী । །སྐ. আদি খণ্ড । ٹھہ۔ বিষ্ণুপ্রিয়া নামধরে গৌরাঙ্গ গৃহিণী। কfণতে হ’লেন তিনি শোচন নন্দিনী ॥ যে কাণে জন্মিল মাতা লোচনের ঘরে । ভূমিষ্ঠ৷ হ’লেন যবে স্থতিক-আগারে। কি লিখিব কি লিখিব ভেবেছি বসিয় । শান্তিদেবী পদ ভাবি ময়ন মুদিয়া ॥ অস্থর হষ্টতে এক নারী বাগিরিল। সেই নারী শখীমার ধাত্রী যেন ছিল ৷ আমি যেন দেপিলাম বিভীষিকা প্রায় । ধ্যানে কি স্বপনে দেখি বোঝা নাহি যায় ॥ দেখিলাম শান্তি মার শান্তিময়ী পদ। রাঙ্গাচরণেতে ফুটিয়াছে কোকনদ ॥ শত্ৰী দেখে কোকনদ উড়িয়া আগিল । শাfগুমার শ্ৰীচরণে প’ড়ে লোটাইল ॥ প্রসবিনী ফলনাড়ী যবে প্রসবিল । একফুল তথা হ’তে পদে লুকাইল ॥ ইহা শুনিলাম যেন প্রলাপের প্রায় । সজ্ঞানেতে লিখিলাম ধারী যাহা কয় ॥ ধাত্রী বলে প্রস্থতিরে বলি মা তোমায়। তোমার এ কন্যা মা সামান্ত কভু নয় ॥ ধাত্রী কহিলেন লোচনের গৃহিণীরে । লোচন-গৃহিণী কয় লোচনের তরে। শুনিয়া লোচন সব করিল প্রত্যয় । এ মেয়ের যোগfবর পাইব কোথায় ॥ নির্জনে বসিয়া করে ঈশ্বরের ধ্যান । এই কন্ঠা কাহাকে করিব সম্প্রদান ॥ বহু চিত্তা মনে মনে করিতে লাগিল । ow এ দিকেতে লক্ষ্মীমাত বলিষ্ঠ হইল ॥ বাল্যকালে যখনেতে করিতেন খেলা । বালিকাগণের সঙ্গে করিতেন মেল ॥ আয়গে। ভগিনী মোর। থেলিব সকলে । সৰ্ব্বমঙ্গলার পূজা করি সবে মিলে। সতীর বেদন জানে সেই মাত। সতী । পঞ্চ তপ হইয়া পাইল পশুপতি ॥ কল্য শাস্ত্র গুনিয়াছি বাবার গোচরে । জগন্মাত জন্ম নিয়াছিগ গিরিপুরে ॥ বাল্যকালে করিলেন তপস্য। আরম্ভ । শিবপূজা করিলেন সদা অবলম্ব ॥ তপস্যার ফলে পতি পায় কীৰ্ত্তিবাস। সতীমার পূর্ণ হ’ল মনে অভিলাস ॥