পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদি খণ্ড। ;

  • ... ."

藝 - - সুপ্ৰভুর এ শেষ লীলা প্রেমভক্তি দান । তোর কেন ভয় হ’ল করিতে রচনা | $ 為 করহ শীঘ্র লীলার প্রধান । তোর জন্তে তপস্যা করিব ছুই জন ৷ ফুরণ ধরিয়া,তবে বলিল তরিক । যার কৰ্ম্ম সেই করাইবে তোরে দিয়া । - 翠 করিতু আমি তোমার সেবক । রচনা করহ গ্রন্থ তাহারে ভাবিয়া ॥ অতিদীন অভাজন আমি মূঢ়মতি। ' এই ভাবে কতদিন গত হ’য়ে গেল। এ লীলা বৰ্ণিতে মম না হবে শকতি । একে আমি দীনহীন অক্ষম জঘন্ত । আমার এ লেখা ভবে কে করিবে মান্ত ॥ দুই প্রভু বলে হরিচাদে রেথে ভক্তি । লিখিতে আরম্ভ কর হবে তোর শক্তি। বিশ্বাস না করিস মোদের কথা ধর । i লিখিতে পারিবি.গ্রন্থ তোরে দিতু বর। . :- মৃত্যুঞ্জয় বলে তুমি শুন মোর সোন। . উপাধি দিয়াছি তোরে তারক রসনা । 7দশরথ বলে বাক্য লক্তিত্বও না আর । মৃত্যুঞ্জয় দিল বর আমার সে বর। - স্থাতে পদ গাথা আছে তারকারসন ॥ ** নীচ জন বলে ভেবে হইলি ব্যাকুল । # -কাদা জল বিনে কোথা ফুটে পদ্ম ফুল ৷ মুনি হৈল বিশ্বমিত্র গাধির নন্দন। মেনকার সঙ্গে তার হইল মিলন ! তাতে জন্মে কন্যা শকুন্তলা নাম ধরে। কুরুপাণ্ডবের আদি ব্যক্ত এ সংসারে ; হরিণীর গৰ্ত্তে জন্মে ঋষ্যশৃঙ্গ মুনি। | যার যজ্ঞে চরু জন্মে রামায়ণে শুনি ॥ ' S’ লোমপাদ রাজার রাজ্যে অনাবৃষ্টি ছিল। > মুনি আগমনে শেষে ইন্দ্র বরুষিল ॥ -- অযোধ্যায় এসে য়েই মুনি যজ্ঞ করে। চরু খেয়ে তিন রাজরাণী গৰ্ত্ত ধরে ॥ সেই গৰ্ত্তে হইলেন রাম অবতার। - যথ তথা জন্ম কিন্তু কৰ্ম্ম ধর সার । । N ব্ৰহ্মার ঔরযে তিলোত্তমার উদরে। বেখাপুত্র বশিষ্ঠ সে ব্যক্ত চরাচরে । - যোগ-বাশিষ্ঠ রামায়ণ যোগে বসি করে। ৰাস মুনি জন্মে মৎস্যগন্ধর উদরে । , ষ্ট্র চারি বেদ চৌদ্ধশাস্ত্র আঠার পুরাণ। বেদব্যাসকৃত জীব বাসন পুরাণ । কুণ্ডদাস কবিরাঙ্গ লিখেছে আপনি । শগুশে অবতীর পৃথু ব্যাস মুনি। - পুস্তক লিখিস যদি ছেড়ে দিয়ে যাই ॥ আমার রচিত গান আছে তোর গুনা।” - క్లిష్ఠీ: ? গে: পারিব না ভেবে গ্রন্থ লেখা নাহি হ’ল। একদিন দৈব যোগে নিশীঅবসানে। গোসাই গোলোক এসে দেখায় স্বপনে ॥ নরহরি রূপ ধরি বুকে হাটু দিয়া। বক্ষঃস্থলে দিল হস্ত নখ বাধাইয়া ॥ বলে তোরে নখে চিরি করিব থান খান । নৈলে “শ্ৰীশ্ৰীহরিলীলামৃত” পুথি আন ॥_ মৃত্যুঞ্জয় দশরথ বর দিয়াছিল। চতুৰ্ব্বিংশ বর্ষ এই গত হয়েগেল ॥ পুথি যদি না লিখিবি তোর রক্ষা নাই । , স্বীকার করি আমি লিখিব পুস্তক। কেমনে লিখিব আমি যুর্থ অপারক। শুনিয়া গোস্বামী অতি ক্রোধভরে কয়। ইমূৰ্খ বলেন বেটা বুঝে দেব সুহ্ম। তুই মূৰ্খ মহতের বর নহে মুর্থ। । উপাধি দিয়াছে তোরে রসনাবলিয়া এতদিন পরে তাহ গিয়াছে ফলিয়া৷ . কবি গাও কালিয়ার পণ্ডিত সমাজ । উপাধি দিয়াছে তোরে কবি রসরাজ । হরিবংশে হরিপুত্র গুরুচাদ যিনি । a তিনি দেন উপাধি প্রেমিক/শিরোমণি ॥ - ডাক্তার উপেন্দ্রনাথ বহুগুণে গুণী। . তিনিদিন উপাধি সরকার চূড়ামণি ৷ ইতিনার ভট্টাচাৰ্য্য পাড়া হয় গান । । মুকবি বলিয়া তোরে দিয়াছে আধ্যান ॥; রঞ্জত মডেলে সেই উপাধি লিখিয়া। তোমার গলায় সবে দিল ঝুলাইয়া ॥ কেন বল আমি নাহি জানি ব্যাকরণ । ’ - এখন সাহস ভরে লিখিতে দে মন ॥ , যে লেখা যে পড়া জান তাহ উঘাড়িয়া } দেশ ভাষা মতে দেও পুস্তক রচিয় ॥ । -