পাতা:ঘুসখোরি বুদ্ধি.pdf/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ঘুসখোরি বুদ্ধি।

পারে, তাহার দিকে দৃষ্টি রাখা আমার প্রধান কর্ত্তব্য কর্ম্ম, তাহা কি আপনি অবগত নহেন?

 কর্ম্মচারী। তাহা আমি জানি, কিন্তু আমরা যদি দাঙ্গা করাই স্থির করিয়া থাকি, তাহা হইলে আপনি কি কোনরূপে উহা নিবারণ করিতে পারেন।

 দারোগা। না পারিব কেন?

 কর্ম্মচারী। কিছুতেই পারেন না।

 দারোগা। কেন?

 কর্ম্মচারী। আপনি কিরূপে রক্ষা করিতে পারিবেন?

 দারোগা। কেন, আমার কি লোকজন নাই?

 কর্ম্মচারী। আছে, কিন্ত আমাদিগের লোকজনের অপেক্ষা আপনার লোকজনের সংখ্যা নিতান্ত সামান্য।

 দারোগা। তাহা আমি জানি, জানিয়াও যে আমি দাঙ্গা স্থগিত রাখিতে পারিব, সে বিশ্বাস আমার আছে।

 কর্ম্মচারী। কিরূপে আপনি নিবৃত্ত রাখিবেন?

 দারোগা। কেন, যেস্থানে দাঙ্গা হইবে, সেই স্থানে উপস্থিত হইয়া।

 কর্ম্মচারী। কোন্ স্থানে দাঙ্গা হইবে, তাহা আপনি কিরূপে জানিতে পারিবেন?

 দারোগা। তাহা আমি জানিতে পারিব।

 কর্ম্মচারী। আর যদি আপনি জানিতেই পারেন, তাহা হইলে যখন আমাদিগের উভয় পক্ষে দাঙ্গা আরন্ত হইবে, তখন আপনি সেই স্থানে গমন করিলেই বা কি করিতে পারেন, সেই সময় আপনাকে মানিবেই বা কে? আর আপনি কাহাকেই বা ধরিতে