পাতা:চেনা দায় - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

(১) বন্ধকে জুয়াচোর।

 কামিনীর বয়ঃক্রম এখন পঞ্চাশ বৎসরের অধিক হইয়াছে। কায়স্থবংশ-সম্ভূতা বলিয়া সে সকলের নিকট পরিচয় দিয়া থাকে; কিন্তু প্রকৃতপক্ষে সে যে কোন কুল উজ্জ্বল করিয়াছে, তাহা আমরা অবগত নহি। তাহার বাল্য পরিচয় আমরা পাই নাই, যৌবনের পরিচয় যতদুর অবগত হইতে পারিয়াছি, বা তাহার যৌবনের কার্য্য-কলাপের কথা যতদুর আমাদিগের কর্ণগোচর হইয়াছে, তাহার যথাযথ পরিচয় আমি কোন ক্রমেই এই দপ্তরের ভদ্রবংশীয়া পাঠিকাগণের সম্মুখে উপস্থিত করিতে পারি না। কেবল এইমাত্র বলিতে পারি যে, কামিনীর বয়ঃক্রম চল্লিশ বৎসর অতিক্রান্ত হইলে পর, তাহার যৌবনের ব্যবসা পরিত্যাগ করিয়া নিজ উদরান্নের সংস্থানের নিমিত্ত তাহাকে অপর ব্যবসা অবলম্বন করিতে হইয়াছিল।

 কামিনী যদি কোনরূপ সদ্‌ব্যবসা অবলম্বন করিয়া তাহার উদরান্নের চেষ্টা করিত, তাহা হইলে তাহার কার্য্য-বিবরণী আজ আমাকে লোক-সমাজে প্রকাশ করিতে হইত না। কামিনী যখন প্রথম তাহার এই নূতন ব্যবসা আরম্ভ করে, তখন কেহই মনে করিয়াছিলেন না যে, কামিনী অসদ্‌উপায় অবলম্বন করিয়া অর্থ উপার্জ্জনের চেষ্টা করিতেছে। বস্তুতঃ তাহার কার্য্যের গতিতে, প্রথম প্রথম তাহার জুয়াচুরির কোন লক্ষণই প্রকাশ পায় নাই, বরং সকলেই তাহার কথায় বিশ্বাস করিত।