পাতা:বনলতা সেন - জীবনানন্দ দাশ.pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সুদর্শনা

একদিন ম্লান হেসে আমি
তােমার মতন এক মহিলার কাছে
যুগের সঞ্চিত পণ্যে লীন হতে গিয়ে
অগ্নিপরিধির মাঝে সহসা দাঁড়িয়ে
শুনেছি কিন্নরকণ্ঠ দেবদারু গাছে,
দেখেছি অমৃতসূর্য আছে।

সব চেয়ে আকাশ নক্ষত্র ঘাস চন্দ্রমল্লিকার রাত্রি ভালাে
তবুও সময় স্থির নয়;
আরেক গভীরতর শেষ রূপ চেয়ে
দেখেছে সে তােমার বলয়।

এই পৃথিবীর ভালাে পরিচিত রােদের মতন
তােমার শরীর; তুমি দান করােনি তাে;
সময় তােমাকে সব দান করে মৃতদান বলে
সুদর্শনা, তুমি আজ মৃত।

২৫