পাতা:রাজা সাহেব (২য় অংশ) - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৬
দারােগর দপ্তর, ১৪২ সংখ্যা।

প্রত্যুষে তিনি সেই উকীল মহাশয়ের বাসায় গমন, করিয়া রাজত্ব বন্ধক রাখিয়া অর্থ গ্রহণ করিতে হইলে যে প্রায় লেখা-পড়া করিবার প্রয়োজন, সেই প্রকারের একটা খসড়া মুসাবিদা প্রস্তুত করিয়া ইলেন। বলাবাহুল্য, সুযোগ বুঝিতে পারিয়া সেক্রেটারী মহাশয় উক্ত লেখা পড়ার স্বত্ব যতদূর সম্ভব আপনার মনিবের অনুকূলে লিখাইয়া লইলেন।

 নিয়মিত সময়ে পুনরায় ভগবান দাস আসিয়া উপস্থিত হইল। রাজবাড়ীতে গমন করিবার অভিপ্রায়ে এসিষ্টেণ্ট সেক্রেটারী মহাশয় পূর্ব হইতেই প্রস্তুত হইয়া বসিয়াছিলেন। মেছুয়া বাজারের যে বাসায় এসিষ্টেণ্ট সেক্রেটারী মহাশয় বাস করিতেন, সেই বাসায় আরও অনেকগুলি লোক অবস্থিতি করিত, একথা পাঠকগণ পূর্ব হইতেই অবগত আছেন। রাজবাড়ীতে রাজা মহাশয় সম্বন্ধে যে সকল বিষয় সেক্রেটারী বা স্বচক্ষে দেখিয়া আসিয়াছিলেন, বাড়ী হইতে বাসায় আসিয়া তিনি সকলের সম্মুখে সেই সকল গল্প কয়েন। তাঁহার গল্প শ্রবণ করিয়া তাহার অনেক বন্ধু তাহার সহিত পরদিবস গমন করিয়া রাজ-দরবার দেখিয়া আসবাএ ইচ্ছা প্রকাশ কছেন। সুতরাং আজ তিনিও সেক্রেটারী মহাশয়ের সহিত রাজদরবারে গমন করিবার নিমিত্ত প্রস্তত হইয়া বসিয়া আছেন। এইরূপে ইহারা কিয়ৎক্ষণ আশা করিবার পরই ভগবান মাস আসিয়া সেইখানে উপস্থিত হইল, এবং তাঁহাদিগকে লইয়া পুনরায় সেই রাজবাড়ীতে গিয়া উপস্থিত হইল। তাঁহারা সকলে পূর্ব্বের ন্যায় দ্রবার গৃহে গিয়া উপবেশন করিলেন। যে সময় তাঁহারা দরবার গৃহে প্রবেশ