পাতা:বিদায় ভোজ - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬
দারোগার দপ্তর, ২০৩ সংখ্যা।

তাহাকে জিজ্ঞাসা করিলাম, “সদা! কোথা হইতে গাড়ী ভাড়া করিয়া আনিয়াছিলি?”

 সদানন্দ উত্তর করিল, “আজ্ঞে—আমাদের গলির মোড়ে তখন একখানি খালি গাড়ী ছিল। আমি সেই গাড়ীই ভাড়া করিয়াছিলাম।”

 আ। কেন? নিকটেই ত আস্তাবল ছিল?

 স। সেখানে তখন একখানিও গাড়ী ছিল না।

 আ। গাড়ীখানার নম্বর জানিস?

 সদানন্দ ওরফে সদা ঈষৎ হাসিয়া বলিল, “আজ্ঞে—অমি ত ইংরাজী পড়িতে জানি না, তবে সেই কোচমানের সহিত আমার আলাপ আছে।”

 আমি ব্যগ্রভাবে জিজ্ঞাসা করিলাম, “তাহার আস্তাবল কোথায়?”

 সদানন্দ কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল, “আজ্ঞে সে কথা ঠিক বলিতে পারিলাম না। তাহার নাম করিমবক্স এই পর্য্যন্ত জানি।”

 আ। তোর সহিত কেমন করিয়া আলাপ হইল?

 স। আজ্ঞে, এক দেশে বাড়ী।

 আ। তোদের বাড়ী কোথায়?

 স। মেদিনীপুরে।

 আ। গাড়ীখানি কি তাহার নিজের?

 স। আজ্ঞে হাঁ।

 আর কোন প্রশ্ন জিজ্ঞাসা না করিয়া আমি গাত্রোত্থান করিলাম। আমাকে প্রত্যাগমনে উদ্যত দেখিয়া সুশীল অতি