পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুর আসিলে তাকে ডাকে মা বলিয়। ঠাকুর সেবায় থাকে নিযুক্ত হইয়া ॥ একটী পুত্ৰ কামনা হইল অন্তরে । মুখে না বলিয়া বৈসে ঠাকুর গোচরে ॥ অন্তরে জানিয়া তাহ প্রভু অন্তৰ্য্যামী । কাশীশ্বরী মাকে বলে পুত্র তোর আমি । মম ভক্ত ভাগবত যত যত হ’বে তাহার। সকলে তোরে মা বলে ডাকিবে । বহু পুত্র হবে তার মধ্যে একজন। সেই হ’তে পুত্রকাৰ্য্য হ’বে সমাপন ॥ এতেক শুনিয়া দেবী আনন্দিত মনে । । কভু পুত্রভাব কভু পিতা তুল্য মামে। ... " বাৎসল্য মমতা ভাবে মৰ্ম্মান্তিক মৰ্ম্ম । , কতু পুত্র ভাবে ভাবে কভু ভাবে ব্ৰহ্ম ৷ কখন যশোদা ভাব মনেতে আসিয়া। :

c.

! . নিজ হাতে তুলে দেন শ্ৰীচন্দ্র বদনে ॥ |- নিজ হাতে তৈল মাখি দেন শ্ৰীঅঙ্গেতে । , | বসাইয়। ঠাকুরে উত্তম আসনেতে ॥ i.e. আপনি আনিয়া বারি স্বানাদি করায় । অঙ্গ ধৌত পদ ধৌত পাদোদক খায়। ! একদিন প্রভু যান ময়র্কাদি গায়। সুগন্ধী অনেক পুষ্প আনে মৃত্যুঞ্জয় ॥ পদ্মবন হ’তে আনে.শতদল পদ্ম । পূজিতে শ্ৰীপাদ শ্ৰীনাথের পাদপদ্ম। দুটি শতদল দিল দুটি কর্ণ পরে। এক কোকনদ পদ্ম দিল শিরোপ'রে ॥ রাউৎখামার বাসী হীরামন নামে। প্রভু প্রিয় ভক্ত বড় অপার মহিমে। ‘. কৃষকেরা কৃষিকাৰ্য্য করিবারে যায়। সেই সঙ্গে ধান্ত ভ্ৰমি আবাদ ইচ্ছায়। চলেছেন একগোট। বাশকাধে করি। কৃষাণের সঙ্গে রঙ্গে যায় সারি সারি। পাচ সাতজন কিম্বা দশ বারো জন । দলে দলে সারি সারি চলে সৰ্ব্বজন ॥ এক দলে সাত জন চলে এক তরে । \ হীরামন সেই সঙ্গে চলে গাত ধরে। তুঞ্জিয় ফুল সাজে সাজিয়া ঠাকুরে } t বসায়েছে উত্তর গৃহের পীড়িপীরে ॥ " 4. . . . - - - - -- اتمی حساس ع، همه، মধ্য খণ্ড । ". কথা শুনিহীেরামন পূৰ্ব্বস্কৃতি হ’ল। ԳՏ বাটীর দক্ষিণ দিয়া পশ্চিমাভিমুখে। চলে যায় হীরামন পরম কৌতুকে ॥ - - এমন সময় হীরামন ফিরে চার । , ঠাকুরের অই সজ্জা দেখিবারে পায় । সকল কৃষকে ডেকে বলে হীরামন । চল সবে করি গিয়া ঠাকুর দর্শন । নহে তোরা অগ্রেতে যা পরে আমি যাব। নহেতৈারা সবে চল ঠাকুর দেখিব । এত বলি অগ্রে চলে বালা হীরামন । - বাটীর উপরে গিয়া উঠিল তখন । f ঠাকুরের মনোহর ফুলসাজ দেখি । - এক দৃষ্টে চেয়ে রহে ঠাকুর নিরখি। ঠাকুর চাহিয়া বলে হীরামন পানে । রামাবতারের বীর ছিল কো খানে ॥ * আমাকে দেখিবে বলে প্রাঙ্গণে দাড়ায় । - i রামাবতারের বীর দেখ মৃত্যুঞ্জয় ॥ একদৃষ্টে প্রভুপানে চাহিয়া রহিল ॥ মহাপ্ৰভু ডেকে বলে সেই হীরামনে। রামাবতারের কথা পড়ে তোর মনে । লঙ্কাদগ্ধ বনভঙ্গ সাগরলঙ্ঘন। রাজপুত্র বনবাসী নারীর কারণ ॥ ভেবে দেখ মনে তাহ হয় কি না হয় । যে সকল কাৰ্য্য বাছা করিলি ত্রেতায় ॥ . . ; প্রথম কৃষ্ণাঙ্গ বিরূপাঙ্ক সমুদ্ভব। -- , - - | দ্বিতীয় মহান, রুদ্র-অযোনীসস্তব ॥ -- তৃতীয় শ্ৰীহকুমান রাম নাম অঙ্গে । চতুর্থে মুরলীগুপ্ত শচীসুত সঙ্গে ॥ - পঞ্চমে তুলসীদাস ষষ্ঠে হীরামন।. ~ }. আদি, হী, অন্তে, ন, মধ্যে রামনারায়ণ ॥ l হকুমান দ্বিনকার একোন কারণ । ’ , হীন হ’য়ে হীনযুধ্যে শ্রীরাম স্থাপন ॥ " . . . . উমার উকার পঞ্চজন্ম সঙ্গ করি। লীলার প্রধান সঙ্গ শক্তিরূপ ধরি। . যুগে যুগে মহাপ্রভু অপূৰ্ব্ব মিলন। বলে কবি-গে ল রবি হরি বল মন ॥. -- g

  • -*.
  • .