পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেহ কৃার গায় পড়ে কেহব ধরায় ॥ < ঢলাঢ়লি ফেলাফেলি কোলাকোলি হয়। ド ধরাধরি করি কেহ কাহারে ফেলায় ॥ . কেহ বলে পড়িয়াছি আর উঠা নাই। . - পড়িয়াছি ভব কুপে তুলে নেরে ভাই। i. কেহ বলে কি শুনালি কহিলি কি রূপ। । হরি প্রেম বাজারে কি আছে ভবকূপ । কেহ বলে কি কহিলি হারাইলি দিসে। - এসেছে দয়াল হরি ভবকূপ কিসে। *" বীর রসে কেহ করে বীরভূঞ্জকাশ । r কেহ বলে শমনের লেগেছে তরাস ॥ কেহ বলে ওরে ভাই আমি যে শমন। মম ত্রাস নাই তার স্বার্থক জীবন। কেহ বা প্ৰলাপকরে হইয় পুলক----- কেহ বলে কিসে তোর জনম স্থার্থক। - ছে ড্ৰাইমের না আমারে। . কি দোষ করেছি আমি তোদের গোচরে ।

  • যে জন করয় পাপ তীরে দেই সাজা।

পবিত্র চরিত্র যার তীরে করি পূজা৷ ” কোন জন বলে যম কি কহিলী কথা । পতিত পাবন এল পাপ আছে কোথ। তেই তোরে বেঁধেছিল লঙ্কার রাবণ"। রাবণ মারিয়া-তোরে যে করে উদ্ধার। সেই প্রভু হরিচার্দ দয়াল অবতার। যে হরি করেছে তোর এত উপকার। তার উপকার কিবা করিলি এবার। ওঢ়াকাদি হরিচাদ হয়েছে প্রকাশ। -- পাপ তাপ দুরে গেল তিমির বিনাশ । হরিনামে জয় ভূস্থ বেছেছে সংসারে। এ দেশে পাতকী নাই নিবি তুই কারে ॥ কহিছে শমন যেবা করে হরিনাম। তাহার ক্রপদে মম অনন্ত প্রণাম । গিয়াছে আমার গৰ্ব্ব মেরনারে ভাই । ২ কিংদোষ করেছি আমি হরিভক্ত ঠাই। : - তুই না করিতি যম পাপীর তাড়ন। , , , , s२ ‘. . . ঐঐহরিলীলামৃত। - কেহ বলে পেয়েছিরে মনের মাহুৰ। | এসেছে দয়াল হরি বলায়েছে হরি। ‘. কেহ বা ছযেতে বলে কেহব। বিহুষ। |- তোমাদের স্পর্শ হেতু হরিনাম করি। : o: গড়াগড়ি পড়াপড়ি জড়াজড়ি হয় । উপকারী হই আমি অপকারী কিসে । হরিভক্ত হয় লোকে আমার তরাসে ॥ " হরি ভক্ত হয়ে কেন ধর মম চুল। . আমি হই হরিপদ ভজনের মূল ॥ " মম ডরে সবে করে সাধন ভজন ৷ ' হরিভক্ত রক্ষা কারী আমি একজন । যে জন প্রভুর ভক্ত যুগেতে যুগেতে। - অহৈতুকী হরিভক্তি বিনা আকাঙ্ক্ষাতে ॥ ব্ৰহ্মত্ব ইন্দ্রর পদ তুচ্ছ তার আগে। " আছি কিনা আছি আমি মনেও নাজাগে ৷ তার সাক্ষী শুন ভাই পাণ্ডব গীতায় ৷ কুন্তী যে প্রার্থনা করে ঐকৃষ্ণের প্রায়। স্বকৰ্ম্মফলনির্দিষ্টাং যাং যাং --তত্ত্বাংতষ্ঠাং হৃষিকেশ ত্বয়াঙক্তি;ি , পয়ার। : কলি রাজ্যে পাপ কাৰ্য্যে সবে আমার ভয়েতে কেই নাকরে . আমি যদি রাজ কাৰ্য্যে নাথাকি হরি ভক্ত চর্ণ হ’ত পাপীদের ঠাই৷ এনেছি তুলসী দল মিশ্রিত চন্দন। : ছেড়ে দেরে পুঁজি হরি চাদের চরণ। সঙ্গে মদ্য হইব মিলন'। সবে বলে যম এসে কীৰ্ত্তনে মাতিল। . শমনের প্রতিভাই হরিহরি বল। মৃত্যু-কন্যার আবির্ভাব।"; পয়ার । , *... এহেন কীৰ্ত্তন হয় মৃত্যুঞ্জয় বাড়ী ৷ । দৈবে কোথা হ’তে এসে নাচে এক বুড়ী। সে কহিছে যম ভগ্নি আমি মৃত্যু কন্তে এসেছি দয়াল বাব দেখিরার জন্যে। কৰ্ণেতে কলম দিয়া যমের মুহুরী। ’ সংকীৰ্ত্তনে নৃত্য করে বলে হরি যরি ॥ "

  • /

শ্লোক। : : -۔ ۔ --ایس অপিচ বৃদ্ধার বাচনিক ও - -ج

s