পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

íí | i! o # নিত্যানন্দ জ্যেষ্ঠ কন্যা নামে কলাবতী। ' চণ্ডীচরণের নারী অতি সাধ্বী সতী ॥ " পদুমানিবাসী রামমোহন মল্লিক। " : , তাহার তময় চণ্ডীচরণ নৈষ্টিক ॥ নিত্যানদের আর এক কন্যা রসবতী। মৃত্যুঞ্জয়ের কনিষ্ঠা অতি সাধ্বী সতী ॥ গোবিন্দ মতুয়া প্রভু ভক্তশিরোমণি। রসবর্তী সতী হয় তাহারীক্ষরণী ॥ অষ্ট সাত্ত্বিক বিকারী:গোরিঙ্গ মতুয়া। হরিনাম করিতেন মাচিয়া মাচিয়া ॥ প্রভাতী গাইত যবে প্রভাত সময় । শুনিয়া সবার চিত্ত হ’ত দ্রবময় । গেtধৃহে থাকিত:গরু উৰ্দ্ধ মুখ”চেয়ে। নয়নজলেষ্ঠে, তার ঘাইত ভাসিয়ে ॥ পক্ষিগণ এসে সব উড়িয়া পড়িত। . . বৃক্ষপরে পুঁক্ষিগণ বসিয়া শুনিত । পক্ষী সব দিত স্বর গানের স্বরেত্রে+JoyBot (আলাপ) ১২:০১, ৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি) জ্ঞান হত প্রক্ষী .* - | " ... "রস্বতী সতীর কনিষ্ঠ সহোদরী। . * সাধ্বী সতী মুকেশ মুন্দরী মধুস্বরা । সবার কনিষ্ঠ ধনী জানকী নামেতে।. তার বিয়া হ’ল গৌর চন্দ্রের সঙ্গেতে ॥ ৯ শ্রাবণ মাসেতে বিকাশিত কৃষ্ণকলি , ফুল দেখে জানকী হইল কুতুহলী ॥ ভেবেছেন এই ফুল গেথে বিনা মুতে । , এ হার দিতাম হরি চাদের গলেতে ॥ ৫ । এমত জানকী দেবী মনেতে ভাবিয়া।” ফুল পানে একদৃষ্টে রহিল চাহিয়া ॥ দেখে ফুল প্রাণাকুল হ’ল উত্তরাক্ষ । চক্ষের জ্বলেতে তার ভেসে যায় বক্ষঃ ॥ অবসন্নমনা ফুল কাছে উপনীত। . মনে মনে কহে ফুল কেন বিকশিত। ' প্রভু এলে যদি তুই বিকসিতাহতি। তাহলে প্রভুর গলে যাইতে পারিতি ॥ অদ্যবিকশিত হলি কল্য হবি বাণী। ঝরিয়া পড়িবি তুই জলে যাবি ভাসী। ঐঐহরিলীলামৃত I’ পুষ্প পানে চেয়ে র’ল না পালটে আঁখি । পিছে হাটি পিছাইয়া চলিল জানকী ॥ ঘরের পীড়ির পর বসিল তখনে । আত্মহারাইয়া চেয়ে আছে ফুল পানে । তথা বসি মনে মনে গাঁথিলেন হার । । ধবল লোহিত ফুল হরিদ্র আকার ॥ তিনবধুে স্কুল তুলে বর্ণে বর্ণে গাথি। . থরে থরে থ্রাথনি করিল সাধ্বী সতী ॥ চারি চারি সাদা ফুল চারিচারি লাল । চারিটা হরিদ্র স্কুল করিয়া মিশাল। , আরোপে ত্রেরূপ দেখে স্পন্দহীন রয়। ঠিক যেন ধ্যানধরা যোগিনীর ন্যায়ঃ - প্রহরকুকুাল গ্ৰত এরূপে বসিয়ী এই ভাবে একেশ্বরী আছেন চাহিয়া। মৃত্যুঞ্জয়ু গিয়াছিল দক্ষিণ পাড়ায়। – এসে গৃহে এই ভাব দেখিবারে পায়। : সম্বোধিয়া কহে মৃত্যুঞ্জয়ের রমণী । |. . প্রহরেক এই ভাবে তোমার ভগিনী। অঙ্গের স্পন্দন নাহি শ্বাস আছে.মাত্র। চক্ষের নিধি নাহি যেন শিবনের , . দক্ষিণাভিমুখ ছিল:দওঁ চারি ছ - আহারান্তে ননদিনী ছিলেন শয়নে।" নিদ্রাভঙ্গে গিয়াছিল ফুলের বাগানে ॥ . বিকশিত কৃষ্ণকলী দেখিল চাহিয়া। ; . ফিরে না আসিল গৃহে এল পিছাইঞ্জ জানকীর সেই ভাব মৃত্যুঞ্জয় দেখি । উচ্চৈঃস্বরে ডাকে তারে জানকি জানকি ৷ চিৎকার ঈষৎমাত্র শুনিল জানকী। । জ্ঞান নাই অঙ্গে মাত্র দিল একাকী। এক ডাক দুই ডাক তিন ডাক দেয়ণঃ তিনবার অঙ্গকম্প যোগ ভঙ্গ নয় । . . সুভদ্র কহিছে ডেকনারে মৃত্যুঞ্জয় Iで*。ー。・ এ যেন কৃষ্ণ আরোপ হেন জ্ঞান হয় । , মৃত্যুঞ্জয় জননীকে কহে কাদি কাদি । ৮ জানকীরে দেখ আমি যাইওঢ়ার্কাদি ॥" : ' نه تنها پھو"

  • এই ভাবে পুপহার করিয়া গ্রন্থন। . প্রভুর ঐকণ্ঠে দিল করিয়া যতন ॥ , হরিচাদে ফুলসাজে সাজিয়া জানকী । মনোহর রূপ দেখে অনিমিষ-স্ত্ৰাখি ॥ - 家・てつ

"پیسہ." خج