পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্দন । জয় জয় হৰ্বিচাদ জয় কৃষ্ণ দাস। . জয় ঐ বৈষ্ণব দাস জয় গেরি দাস ৷ জয় ঐ স্বরুপ দাস পঞ্চ সহোদর। পতিত পাবন হেতু হৈল অবতার। জয় জয় গুরুচাদ জয় হীরামম। জয় ঐ গোলোক চাদ জয় শ্ৰী লোম। জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয়। জয় জয় মহানন্দ প্রেমানন্দ ময় ॥ o জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ । নিজে দাস করি মোরে কর আত্মসাৎ ৷ গোস্বামী দশরথোপাখ্যান ।

、一つ "wi弱1。。。。

দশরথ নামে সাধু পদ্মবিলাবাসী। . তত্ত্বজ্ঞানী হরিনামে মত্ত অহৰ্নিশি । সত্যবাদী জিতেন্দ্রিয় পুরুষ রতন। - করে-একাদশী ব্ৰত তুলসী সেবন। তিন সন্ধ্যা মালা জপ তিলক ধারণ । হরিনাম ছাপা অঙ্গে অতি সুশোভন ॥ নিত্য নিত্য প্রাতঃকৃত্য স্নানাদি তৰ্পণ। গুরু পূজা কৃষ্ণ পূজা নৈবিদ্য অর্পণ । পক্ষে পক্ষে একাদশী শ্ৰীহরি বাসর। স্তব পাঠ নাম পাঠ নাহি অবসর ॥ চৈতন্য চরিতামৃত পঠে ভাগবত । সাধু সেবা মহোৎসব করে অবিরত ॥ দিবাহারী একসন্ধ্যা নাহি দ্বিভোজন। আতপ তণ্ডুল অন্ন লাবড়া ব্যঞ্জন ॥ তৈল মৎস্ত ত্যাগী ভক্ষে দিনে একবার। রাত্রে কিছু ফলাহার কভু অনাহার ॥ । হেন মতে সদা করে বিশুদ্ধ ভজন। হরিনাম সংকীৰ্ত্তনে সতত মগন । দৈবে ব্যধিযুক্ত হ’ল কাৰ্ত্তিক মাসেতে। জর হয়ে ভূগিলেন কতদিন হ'তে। . তৃতীয় তরঙ্গ। to পালজির হল তার দুই মাস পর। একদিন হয় জর এক দিনান্তর ॥ 总 মাঘ মাস এই ভাবে গেল গোস্বামীর । - জরেব জালায় আর নাহি পান স্থির ॥ ফাস্তুপ মাসেতে জর বাড়িল অধিক। " চৈত্রমাস শেষে জর হইল ক্র্যহিক ॥ আরক পাচন বট কত খাইতেছে। ক্রমশঃ জরের বৃদ্ধি দুৰ্ব্বল হ’তেছে । , ভাল বৈদ্য চিকিৎসুক কতই আসিল । বাছিয়া বাছিয়া কত ঔষধ খাইল ॥ . তবু রোগ শান্তি নাই হইল কাতর। শক্তি নাই যষ্টিমাত্র চলিতে দোসর ॥ প্রচলিত হইয়াছে হরিবলা মত। .یہ* কত লোক ওঢ়ার্কাদি করে যাতায়াতৃ ।- " ইহা শুনি দশরথ তবু নাহি যায়। কি জানি কি ওঢ়ার্কাদি না হয় প্রত্যয় ॥ . যারা যায় তারা কয় হরি আবিভূর্তস্থ শ্ৰীকান্ত হয়েছে এবে যশোমন্ত স্থত. "; গেলে মাত্র রোগ সারে করিলে প্রণতি।" কিংবা প্রভু আজ্ঞাদিলে হয় রোগ মুক্তি ॥ মুখের কথায় মাত্র রোগের আরোগ্য । . বৈরাগ্য কেহ বা পায় যদি থাকে ভাগ্য। . শুনে দশরথ কয় বিশ্বাস না হয় । , , , । কোন হরি ওঢ়ার্কাদি হইল উদয় ॥ " ন। দেখিলে চক্ষুকৰ্ণ বিবাদ না ঘুচে । অবষ্ঠ যাইব দেখিবার ইচ্ছা আছে! কি ভাব সে ওঢ়ার্কাদি ভক্ত কিংবা হরি। হেরিব মহাপুরুষে যদি যেতে পারি। কল্য প্রাতে দরশন করিব ঠাকুর। ' অদ্য গিয়া নিশিতে থাকিব লক্ষ্মীপুর। বুদ্ধিমন্ত বুদ্ধিমন্ত ইহা আমি জানি। হরিভক্ত জ্ঞানী চূড়ামণি চূড়ামণি। শুনিয়াছি তারা যায় ঠাকুরের বাড়ী। - তারা যদি বলে তবে মানিবারে পারি ॥ " আদি অন্ত বৃত্তান্ত শুনিব সেই স্থানে। - কেমন ঠাকুর তিনি তারা ইহা জানে ॥ -*.