পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অঙ্গ ধৌত বস্ত্র ধৌত ছাপা জপমালা। বহিরঙ্গ বাহ ক্রিয়া সব ধুলা খেলা ৷ যতদিন নাহি ঘুচে চিত্ত অন্ধকার। তত দিন শৌচাচার ডুবাডুবি সার । ব্যাধি যুক্ত দোষে রসনাতে রুচি নাই। জল ঢাল ঢালি হ’য়েছিল গুচি বাই ॥ যত করিয়াছি প্রভু সব শুচি বাই। . তব কৃপোদক বিনে চিত্ত ধৌত নাই । শুৗাম জলধর বলে চাতক যে হয়। জলে ডুবি সেকি কভু শুদ্ধ হতে চায়। স্বান করিয়াছি অন্ন খেতে পারিনাই। বিন স্বানে ব্যাধি গেল চতুণ্ডণ খাই। প্রভু বলে তবে বাপ আর কিবা চাই। আজ হতে আঁর তোর স্বান পূজা নাই প্রয়োজন নাই তোর ডুবাইতে জলে। ডঙ্কা মেরে বেড়া গিয়ে ইরি হরি বুড়ে হরি নাম ধ্বনী দিয়া মাতা গিয়াদেশ _শোন বাছ দেই তোরে এক উপদেশ । মালাবর্তী নামে লক্ষ্মীকান্তের ভগিনী। ’ তারে বিয়া কর গিয়া সে তোর গৃহিণী। লক্ষ্মীকান্ত নিকটে বলিলে বিয়া হবে। আমি ও বলিয়া দিব ভগিনী সে দিবে। । তৈলকুপী আখড়ায় চলে যেও তুমি। তথা আছে লোকনাথ নামেতে গোস্বামী৷: | যে ধৰ্ম্ম জানায় তুমি করিবে সে}ধৰ্ম্ম। সেই সে পরমধর্ম তিন প্রভু মৰ্থ। মালাবর্তী সঙ্গে ধৰ্ম্ম করিও র্যাজন। . যারে বলে ব্রজ সাধ্য গোপীর ভজন ॥ হেন মতে হইতেছে কথোপকথন। হইল অধিক লোক প্রভুর সদন ॥ যার যে মনন কথা কহিয়া বলিয়া। : স্বীয় স্বীয় স্থানে সবে গেলেন চলিয়৷ ৷ মধ্যাহূ সময় হ’ল কথোপকথনে। প্রভু বলে দশরথ যাবি কোন খানে ॥ - খেতে সাধ আছে তোর লাবড়া ব্যঞ্জন । চল বাছ খাই গিয়ে হয়েছে রন্ধন। সেবায় বসিল গিয়া প্রভু হরিচাদ। দশরথ পাতে হাত লইতে প্রসাদ ॥

  • দিলেন প্রসাদ দশরথ খায় মুখে।

হস্ত,মুছে মস্তকে কপালে চক্ষে মুখে। শ্ৰীশ্ৰীহরিলীলামৃত।

  • কোন মন্ত্র লাগিবেনা শুধু হরিনাম ।

রোধেছিল লাবড়া ঠাকুর ডেকে কয়। দশরথে দেহ লক্ষ্মী যষ্ঠ খেতে চায় ॥মহাপ্রভু বলে খাও উদর পুরিয়। পাইয়াছ মুখে রুচি লহরে খাইয়। জগৎ জননী লক্ষ্মী দিলেন পায়স । সানন্দে ভোজন করে অন্তরে সন্তোষ । স্বহস্তে মা শান্তিদেবী দেন দশরথে। । উদর পুরিয়৷ সাধু খায় ভাল মতে ॥ 浚 - ধরিয়া ত্ৰিশূল শিঙ্গার করু"। যৈছে বোর ধান্ত হয় যৈছে,হয়:ৰ্ত্তিল বাসকের গিয়া বাছ পুতলার ., প্রভুকে প্রণামী সাধু চলিলহাটিয়া? পুষ্করিণী জলে যঠি দিলেন ফেলিয়৷ - নিজ বাট আসিয়া কহিল ভ্রাতাগণে। । বিবাহ হইল শেষে মালাবতী সনে ঠাকুর কহিল লক্ষ্মীকান্ত টিকাদারে " "; লক্ষ্মীকান্ত ভূগ্নি দিল আজ্ঞা অনুসারে। দশরথ বিবরণ মধু মাথা কথা। " 美 অর্থ দশরথের বাট নায়েবেরর ত্যাচার। . কিছু দিন পরে সাধু তৈলকূপী যায়। | ১ গোস্বামীর নিকটেতে ধৰ্ম্ম শিক্ষা লয়। মালাবতী সঙ্গে তাহা করিল যাজন। অকামনা প্রেমভৰি ব্ৰজের ভজন ॥ মালাবতী দশরথ মিলে দুইজনে। মাঝে মাঝে আসে যায় ঠাকুরের স্থানে। কোন কোন সময় আসেন একাএকি । ঠাকুরের সঙ্গে এসে করে দেখাদেখি ॥