পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, اص ۔ জয় জয় হরিচাদ জয় কৃষ্ণ দাস। জয় ঐ বৈষ্ণব দাস জয় গোরিদাস ॥ জয় ঐ স্বরুপ দাস পঞ্চ সহোদর। পতিত পাবন হেতু হৈলা অবতার: | জয় জয় গুরুচাদ জয় হীরামন। - জয় ঐ গোলেণ্ডুক চন্দ্র জয় ইলোচন। জয় জয় দশরঞ্জয় মৃত্যুঞ্জয় । জয় জয় মন্ত্রী প্রেমানন্দ ময় . জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ । - - নিজ দাস করি মোরে কর আত্মসাৎ ৷ ow --س-- * ****. .gs * ক্লীৰ্ত্তনীয়ুর উপাখ্যান -- পয়ার। " " মল্লকাদি বাসী কীৰ্ত্তীয় রঘুনাথ । তন্ত জেষ্ঠ পুত্র নাম শ্ৰীগোলোক নাথ । রামভক্ত করিতেন রামায়ণ গান। গন্ধৰ্ব্বের মধ্যে য়েন গলিব প্রধান । নারদ করিল শিক্ষা গলব নিকটে । , রাগ রাগিণীতে তেন্ত্রি ঐগোলোক বটে। ৷ একদিন ডুমরিয়া গ্রামেতে শাসিল। ~ সিকদার বাটীতে অতিথি হয়েছিল ৷ সূৰ্য্য নারায়ণ সিকদার ডুমুরিয়! : গোলোকে রাখিল অতি যতন করিয়া ॥ নিশা ভোর মুখ তার প্রভাতী গগণে । ব্রহ্ম মুহুর্তের কালে জেগে দুইজনে ॥ - করিছেন হরিনাম দুই মহাশয়। . . গোলোক কহিছে বড় ভাল এ সময় ॥ বৈশাখী দ্বাদশী দিন ভায়ুরো ব্যস্ত। ' ^--- 2 - • শুনাও বসন্ত গান রাসন একান্ত ৷ - স্বৰ্য্য গায় বসন্ত অন্তর। গায় যবে। . গোলোক রাগিণী ধরে মধুর মুরবে । কোথা হ’তে আসিল কোকিল একঝাক । , ঘরের চালের পরে পড়িল বেবাক ।

বাল বৃদ্ধ যুব মৃত্যু হইত সে গানে।

  • ०२१

কীৰ্ত্তনীয় মহাশয় তান ধরে যবে । , সঙ্গে সঙ্গে তান দেয় পিককুল সবে। স্বরের সঙ্গেতে সেই বিহঙ্গম সব। " জ্ঞান হয় করে যেন হরে কৃষ্ণ রব। কিছুক্ষণ পরে সেই কোকিলের গণ । । কতক ঘরের মাঝে পশিল তখন। কতক পীড়ির পরে কতক ধরায়। স্বরে স্বর মিশাইয়া অশ্রু ধারাবয় ॥ ; গান ক্ষান্ত ভানুদিত কিরণ ছড়া'ল। কুহুরবে পিক সব উড়িয়া চলিল ॥. এমন গায়ক ছিল ভুকু শিরোমণি মাতাইল রামায়ণ সঙ্গীতে ধরণী রামায়ণগান যদি হ’ত কোন খানে রাম রাম বলি যবে ধরিতেন তান"। ... . স্মৃতি শূন্ত হ’ত কারু না থাকিত জ্ঞান ॥: - এই ভাবে গান ক’রে জগৎ মাতা’ল। , - এবে শুন যে ভাবেতে হরিবৈালা হল ॥', বাতব্যাধি হয়ে ক্রমে অঙ্গ পড়ে গেল : ধরাশয্যা গত ক্রমে অচল হইল । সবে বলে হরি ঠাকুরের কাছে চল । তাহার কৃপাতে কত রোগ মুক্ত হৈল ॥ " এদেশে স্বাসেন তিনি রাউৎখামার. ... এ গ্রামে ও এসে থাকে মৃত্যুঞ্জয় ঘর ॥ " সেই ঠাকুরেকে ভক্তি কর মহাশয়। মরা জীয়াইতে পারে যদি দয়া হয় ॥ " গোলোক বলেছে আমি ঠাকুর না মানি । ওর মত ঠাকুর কত মোট বৈতে আনি ॥ সবে বলে নিকটুেতে আছেন ঠাকুর। " রাউৎখামার, গ্রামে নহে বেশী দূর ॥ চল তোমা ধরে লয়ে যাই সেই বাড়ী।. . গোলোক বলেরে দিলি ভবনদী পাড়ি ॥ " একেবারে এসেছেন গৌর নিতাই। : আজ বুঝি উদ্ধারিবে জগাই মাধাই।